সংক্ষিপ্ত
মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-এর প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয়েছিল প্যারিস সাঁ জা। অন্য ম্যাচে ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হয়েছিল এসি মিলান।
২০১৯-২০ মরসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সাঁ জা-র মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ। ফ্রান্সেরই ফুটবলার কিংসলে কোম্যানের একমাত্র গোলে সেই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় বায়ার্ন। মঙ্গলবার রাতে এবারের চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৬-এর প্রথম লেগে সেই ম্যাচেরই পুনরাবৃত্তি হল। এবারও কোম্যানের গোলেই জয় পেল বায়ার্ন। এই হারে আরও চাপে পড়ে গেলেন পিএসজি-র কোচ ক্রিস্টোফ গ্যালটিয়র। তাঁর দল গত ১১ ম্যাচের মধ্যে ৫টিতেই হেরে গেল। এর মধ্যে টানা ৩ ম্যাচে হেরে গেল পিএসজি। চোটের জন্য বায়ার্নের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না কিলিয়ান এমবাপে। তাঁকে দ্বিতীয়ার্ধে মাঠে নামান পিএসজি-র কোচ। প্রথম একাদশেই ছিলেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র। কিন্তু তারপরেও হেরে গেল পিএসজি। ৫৩ মিনিটে লেফট উইং থেকে আলফন্সো ডেভিসের ক্রসে দুরন্ত ভলিতে গোল করেন বক্সের মধ্যে থাকা কোম্যান। তাঁর এই গোল আর শোধ করতে পারেননি মেসি, এমবাপেরা।
পিএসজি-র বিরুদ্ধে গোল করা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন কোম্যান। অথচ পিএসজি যে শুধু তাঁর দেশের ক্লাব দল সেটাই নয়, এই উইঙ্গার কেরিয়ারের শুরুতেই পিএসজি-তেই ছিলেন। তাঁর যখন ১৮ বছর বয়স, সেই সময় তাঁকে ইতালির ক্লাব জুভেন্তাসের কাছে বিক্রি করে দেয় পিএসজি। সেখান থেকে বায়ার্নে যোগ দেন কোম্যান। পুরনো ক্লাবের উপর রাগই হয়তো গোল করে প্রকাশ করছেন কোম্যান। তাঁর গোলেই ফের হারতে হল পিএসজি-কে।
এই ম্যাচে খারাপ খেলেননি মেসি। তিনি একাধিক গোলের সুযোগ তৈরি করেন। কিন্তু শেষপর্যন্ত আর গোল হয়নি। ৫৭ মিনিটে মাঠে নামার পর দু'বার গোল করে ফেলেছিলেন এমবাপে। কিন্তু দু'বারই অফসাইডের জন্য সেই গোল বাতিল করে দেন রেফারি।
এই হারের ফলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার মুখে পিএসজি। হোম ম্যাচে গোল করতে না পেরে চাপে মেসিরা। অ্যাওয়ে ম্যাচে বায়ার্নকে হারানো পিএসজি-র পক্ষে কঠিনই হবে। গত মরসুমে রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ থেকেই বিদায় নিতে হয়েছিল পিএসজি-কে। এবারও সেই পরিস্থিতি তৈরি হয়েছে। ৮ মার্চ দ্বিতীয় লেগে জয় না পেলে বিদায় নিতে হবে মেসি-নেইমার-এমবাপেদের।
মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে ঘরের মাঠে ইংল্যান্ডের ক্লাব টটেনহ্যাম হটস্পারকে ১-০ হারিয়ে দিয়েছে ইতালির ক্লাব এসি মিলান। ৭ মিনিটের মাথায় একমাত্র গোল করেন ব্রাহিম দিয়াজ। সেই গোল আর শোধ করতে পারেনি টটেনহ্যাম।
আরও পড়ুন-
মেসি অবসর নিলে অনেক ব্যালন ডি'অর জিতবেন এমবাপে, বললেন এমিলিয়ানো মার্টিনেজ
বার্সা প্রেসিডেন্টকে নিয়ে ভাইয়ের বিতর্কিত মন্তব্যের সঙ্গে একমত নন, বার্তা মেসির
যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে, উরুগুয়ে