স্বাগত জানালেন সিএবি সভাপতি, ইডেনে সৈয়দ মুস্তাক আলি ট্রফি ফাইনাল দেখলেন কাফু

Published : Nov 05, 2022, 10:34 PM IST
Cafu

সংক্ষিপ্ত

খেলার শহর কলকাতায় এসে ফুটবলের পাশাপাশি ক্রিকেটেরও স্বাদ নিলেন ব্রাজিলের কিংবদন্তি কাফু। তিনি শনিবার ইডেন গার্ডেন্স পরিদর্শন করলেন।

শনিবার বিকেলে মহামেডান স্পোর্টিং ক্লাবে যান ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। সেখানে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, টেনিস তারকা লিয়েন্ডার পেজ, বাংলার সিনিয়র ক্রিকেট দলের অন্যতম সদস্য মনোজ তিওয়ারি, ফুটবলার আলভিটো ডি'কুনহা, সৈয়দ রহিম নবিদের বিরুদ্ধে ম্যাচ খেলেন কাফু। মহামেডান স্পোর্টিং মাঠ মাতিয়ে দেন ব্রাজিলের কিংবদন্তি। এরপর তিনি যান ইডেন গার্ডেন্সে। সেখানে তখন সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির ফাইনালে মুম্বই ও হিমাচল প্রদেশের লড়াই চলছিল। কিছুক্ষণ সেই ম্যাচ দেখেন কাফু। তিনি ইডেনের লোয়ার টিয়ারে বসে টি-২০ ম্যাচ দেখেন। ইডেনের কয়েকটি ছবিও তোলেন কাফু। তিনি ক্রিকেটের নন্দনকানন দেখে মুগ্ধ হয়ে যান। ব্রাজিলের প্রাক্তন অধিনায়ক ক্রিকেট বোঝেন না, কিন্তু তিনি খেলা ভালবাসেন। সেই কারণেই ইডেন ঘুরে দেখে খুশি হলেন এই ফুটবলার।

এদিন ইডেনেই ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ভাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতোই স্নেহাশিসও ফুটবলের ভক্ত। তিনিও ব্রাজিলের ফুটবলের অনুরাগী। সেই কারণেই ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ককে সামনে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন স্নেহাশিস। তিনি কাফুকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। কাফুর হাতে স্মারকও তুলে দেন সিএবি সভাপতি। স্নেহাশিসের পাশাপাশি প্রাক্তন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও এদিন ইডেনে উপস্থিত ছিলেন। তিনিও কাফুর সঙ্গে সৌজন্য বিনিময় করেন। কাফু বলেন, কলকাতার মানুষের ফুটবলের প্রতি ভালবাসা দেখে তিনি খুব খুশি হয়েছেন। এই শহরে আবার এসে একটি ম্যাচও দেখার ইচ্ছাপ্রকাশ করেন কাফু

স্নেহাশিস বলেন, 'কাফুর মতো একজন কিংবদন্তি ফুটবলারের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে খুব ভাল লাগল। তিনি ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। অসাধারণ খেলার মাধ্যমে ফুটবলপ্রেমীদের মন জয় করেন কাফু। তাঁর অফুরন্ত প্রাণশক্তি ছিল। তিনি দলের ইঞ্জিনের মতো ছিলেন। তাঁর সঙ্গে দেখা হওয়ায় আমি খুব খুশি।'

শুক্রবার সকালে কলকাতায় এসেছেন কাফু। তিনি শনিবার মহামেডান স্পোর্টিং মাঠে কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপ উদ্বোধন করেন। সোমবার পর্যন্ত কলকাতায় আছেন কাফু। খুদে ফুটবলারদের নিয়ে ওয়ার্কশপ এবং আলোচনাসভায় যোগ দেওয়ার কথা রয়েছে কাফুর। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। কাতারে বিশ্বকাপের ঠিক আগে কাফুর মতো কিংবদন্তি কলকাতায় আসায় এই শহরের ফুটবলপ্রেমীরা উত্তেজিত। টি-২০ বিশ্বকাপের মধ্যেই বিশ্বকাপ ফুটবল ঘিরে বাংলায় উত্তেজনার পারদ চড়ছে।

আরও পড়ুন-

খেলার সঙ্গে পড়াও জরুরি, মহামেডান স্পোর্টিং মাঠে খুদে ফুটবলারদের বার্তা কাফুর

খেললেন, গোলও করলেন, মহামেডান স্পোর্টিং মাঠ মাতালেন ব্রাজিলের তারকা কাফু

'২০২২-র বিশ্বকাপে ব্রাজিল তারকাময়, দল শুধুই নেইমার-নির্ভর নয়', কলকাতায় এসে জানালেন কাফু

PREV
click me!

Recommended Stories

Messi in Kolkata: শুক্রবার মধ্যরাতে কলকাতায় পৌঁছলেন 'এলএম১০', শহর জুড়ে উত্তেজনা তুঙ্গে
কয়েক ঘণ্টা পরেই দ্বিতীয়বার কলকাতায় পা রাখছেন মেসি, বরণ করতে তৈরি তিলোত্তমা