Neymar Jr: নেইমারের সমস্যা মিটছেই না, এবার আক্রান্ত হলেন করোনাভাইরাসে

Published : Jun 08, 2025, 09:32 PM ISTUpdated : Jun 08, 2025, 10:17 PM IST
Neymar

সংক্ষিপ্ত

COVID-19: ভারত-সহ বিভিন্ন দেশে ফের ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এই রোগের নতুন ধরন ফের উদ্বেগ তৈরি করছে। ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রও করোনাভাইরাসে আক্রান্ত হলেন। তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অনুরাগীরা।

Neymar Jr COVID-19: করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন ব্রাজিলের জাতীয় দল (Brazil National Football Team) ও স্যান্টোসের (Santos) তারকা ফুটবলার নেইমার জুনিয়র (Neymar Jr)। স্যান্টোসের পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, ৩৩ বছর বয়সি নেইমারের শরীরে বৃহস্পতিবার করোনাভাইরাসের লক্ষণ দেখা যায়। এরপরেই তাঁকে স্যান্টোসের অনুশীলন ও ম্যাচ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর এই ফুটবলারের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় দেখা যায়, তাঁর শরীরে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। শনিবার স্যান্টোসের পক্ষ থেকে নেইমারের করোনা আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছে। তবে এই তারকা ফুটবলারকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে স্যান্টোসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে নির্বাসিত থাকায় বৃহস্পতিবার ফোর্টালিজার (Fortaleza Esporte Clube) বিরুদ্ধে এমনিতেই খেলতে পারবেন না নেইমার। তাঁর সুস্থ হয়ে উঠতে কতদিন লাগবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

স্যান্টোসে নেইমারের ভবিষ্যৎ অনিশ্চিত

মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপের (FIFA Club World Cup) জন্য ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ব্রাজিলের লিগ বন্ধ থাকবে। তার আগে ফোর্টালিজার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে স্যান্টোস। ৩০ জুন এই ক্লাবের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। বারবার চোট পাচ্ছেন এই তারকা। তিনি সব টুর্নামেন্ট মিলিয়ে স্যান্টোসের হয়ে মাত্র ১২টি ম্যাচ খেলেছেন। ৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ৩টি গোল করিয়েছেন নেইমার। কিন্তু তাঁর এই পারফরম্যান্সে সন্তুষ্ট নয় স্যান্টোস। এই কারণে নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা কম।

অবসর নিতে বাধ্য হবেন নেইমার?

পিএসজি (Paris Saint-Germain) ছাড়ার পর সৌদি প্রো লিগের (Saudi Pro League) দল আল-হিলালে (Al-Hilal) যোগ দেন নেইমার। কিন্তু হাঁটুর চোটের জন্য সৌদি আরবে বেশিদিন খেলতে পারেননি এই তারকা। তিনি ছোটবেলার ক্লাব স্যান্টোসে ফেরেন। কিন্তু চোটের জন্য নিজের দেশের ক্লাবের হয়েও বেশি ম্যাচ খেলতে পারলেন না। ফলে নেইমারের পেশাদার কেরিয়ারই প্রশ্নের মুখে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?
সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের