
UEFA Nations League Final Live Streaming: অভিজ্ঞতা না তারুণ্য? রবিবার রাতে কার জয় হবে? উয়েফা নেশনস লিগ ফাইনালে (UEFA Nations League Final) স্পেন ও পর্তুগালের (Spain vs Portugal) লড়াই হতে চলেছে। দুই দলের লড়াইয়ের পাশাপাশি স্পেনের কিশোর তারকা ল্যামিন ইয়ামাল (Lamine Yamal) এবং পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতার দিকেও সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের নজর থাকছে। দুই তারকার বয়সের ব্যবধান ২২ বছর। রোনাল্ডোর জন্ম ১৯৮৫ সালে এবং ইয়ামালের জন্ম ২০০৭ সালে। এই কিশোরের জন্মের আগেই পেশাদার ফুটবলার হয়ে ওঠেন রোনাল্ডো। তিনি তারকা হয়ে ওঠার পর ইয়ামালের জন্ম হয়। রবিবার রাতে অসমবয়সি এই দুই তারকার লড়াই হতে চলেছে। পায়ের কাজ, গোল করার দক্ষতা, সতীর্থদের গোল করতে সাহায্য করার জন্য ইতিমধ্যেই বিখ্যাত হয়ে উঠেছেন ইয়ামাল। অন্যদিকে, গত দু'দশক ধরে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রোনাল্ডো। তিনি ৪০ বছর বয়সেও শ্রেষ্ঠত্বের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।
রবিবার রাতে ভারতীয় সময় অনুযায়ী সাড়ে বারোটায় শুরু হবে উয়েফা নেশনস লিগ ফাইনাল। মিউনিখের (Munich) বিখ্যাত স্টেডিয়াম আলিয়াঁজ এরিনায় (Allianz Arena) এই ম্যাচ হবে। ভারতে টেলিভিশনে এই ম্যাচ সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপ, ওয়েবসাইটে। ফলে টেলিভিশনের পাশাপাশি ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল ফোনেও সরাসরি ম্যাচ দেখা যাবে।
১৭ বছর বয়সেই তারকা হয়ে উঠেছেন ইয়ামাল। এই কিশোর গত বছর স্পেনকে ইউরো কাপ (UEFA Euro 2024) জিততে সাহায্য করেছেন। এবার উয়েফা নেশনস লিগও জিততে মরিয়া ইয়ামাল। বার্সেলোনার হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এই কিশোর। তাঁকে লিওনেল মেসির (Lionel Messi) উত্তরসূরি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। স্পেনকে উয়েফা নেশনস লিগ জেতাতে পারলে ব্যালন ডি'অর (Ballon d’Or) জেতার দৌড়ে থাকবেন ইয়ামাল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।