২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে গান গাইতে চলেছেন বিটিএস আর্মির অন্যতম সদস্য জংকুক। সোশ্যাল মিডিয়ায় এ খবর ছড়িয়ে পড়লে শুভেচ্ছার বন্যায় ভরে ওঠে টুইটার।
কে-পপ গানের ভক্ত শুধু দক্ষিণ কোরিয়াতেই নয় ছড়িয়ে রয়েছে বিশ্বের কোণায় কোণায়। এবার বিটিএস ভক্তদের উত্তেজনা আরও তুঙ্গে কারণ বিটিএস গায়ক জংকুককে দেখা যাবে কাতারে হত্তয়া ফিফা বিশ্বকাপ ২০২২ এ গান গাইতে। গানটি বিটিএস আর্মি দ্বারা বহু প্রত্যাশিত। সূত্রের খবর অনুযায়ী ২২ নভেম্বর গানটির অফিসিয়াল রিলিজ হবে বলে আশা করা হচ্ছে।
জাংকুকের আকর্ষণীয় গান 'ড্রিমারস' বিশ্ব মঞ্চে ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টকে তুলে ধরতে চলেছে। গানটি ইতিমধ্যেই বিটিএস আর্মির অন্যান্য সদস্যদের উৎসাহিত করছে পাশাপাশি ভক্তরাও দোহার উদ্বোধনী অনুষ্ঠানে জংকুকের অভিনয়ের জন্য অপেক্ষা করছে৷
এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় বিটিএস ভক্তদের মধ্যে। টুইটারে ছেয়ে যায় ভক্তদের নানা মন্তব্য, একজন বিটিএস ভক্ত বলেছেন,"এটা খুব সুন্দর" তো অন্য একজন যোগ করেছেন, "তার কণ্ঠ জাদুকরী।" গানটির পরিবেশনের প্রশংসা করে, অন্য একজন মন্তব্য করেছেন, "এটি বিশ্বকাপের জন্য নিখুঁত একটি গান।"
আপনাদের জানিয়ে রাখি,কাতার বিশ্বকাপ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ঠিক সন্ধ্যে ৭.৩০ টায় (IST), দোহার আল বায়েত স্টেডিয়ামে। জমকালো অনুষ্ঠানের উদ্বোধনের পর কাতার ও ইকুয়েডরের মধ্যে উদ্বোধনী খেলাও অনুষ্ঠিত হবে।
বিটিএস আর্মিদের জন্য এই বছরটি অত্যন্ত আবেগের হয়ে থাকল। জনপ্রিয় এই ব্যান্ডটি তাদের এক বছর পূর্তি উপলক্ষে পাশাপাশি তাদের কেরিয়ারে আরও ফোকাস করতে ছুটি কাটাচ্ছিলেন কিন্তু বুসানে তাদের নির্ধারিত পারফরম্যান্স থাকার জন্য ফিরে বেশিদিন ছুটি না কাটিয়েই ফেরত আসতে হয়েছিল। ২ ডিসেম্বর, আরএম(RM) তার অ্যালবাম ইন্ডিগো প্রকাশ করবে যেখানে জিমি, সুগা, জংকুক এবং ভি বছরের শেষে তা অনুসরণ করবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন
ইউরোপ যেন কাতারকে নীতিশিক্ষা না দেয়, বিশ্বকাপ উদ্বোধনের আগের দিন আক্রমণ ফিফা প্রেসিডেন্টের
রবিবার থেকে শুরু বিশ্বকাপ ফুটবল, ভারতীয় সময়ে কখন, কোথায় দেখা যাবে খেলা?
গ্যালারিতে জার্সি খুলে ওড়ানো মানা, দর্শকদের জন্য একগুচ্ছ নিষেধাজ্ঞা কাতারে