পেনাল্টি বাঁচালেন গুরপ্রীত, ভারতের কোচ হিসেবে প্রথম ম্যাচেই জয় খালিদের

Published : Aug 29, 2025, 11:47 PM IST
Khalid Jamil

সংক্ষিপ্ত

India vs Tajikistan: ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে প্রথম ম্যাচেই জয় পেলেন খালিদ জামিল (Khalid Jamil)। ফিফা র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়লেও, কাফা নেশনস কাপের (CAFA Nations Cup 2025) প্রথম ম্যাচেই জয় ভারতীয় ফুটবলের পক্ষে ভালো।

DID YOU KNOW ?
খালিদ জামিলের সাফল্য
মানোলো মার্কুয়েজের পরিবর্তে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে প্রথম ম্যাচেই জয় পেল ভারতীয় দল।

CAFA Nations Cup 2025: দীর্ঘদিন পর ফিফা র‍্যাঙ্কিংয়ে (FIFA Ranking) এগিয়ে থাকা দলের বিরুদ্ধে জয় পেল ভারত। শুক্রবার সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা কাফা নেশনস কাপ ২০২৫-এর (CAFA Nations Cup 2025) কাপের প্রথম ম্যাচে তাজিকিস্তানকে (India vs Tajikistan) হারিয়ে দিল ভারতীয় দল। ম্যাচের ফল ২-১। ১৭ বছর পর তাজিকিস্তানের বিরুদ্ধে ফুটবল ম্যাচে জয় পেল ভারত। চলতি বছরের মার্চের পর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে জয় পেল ভারতের সিনিয়র পুরুষ ফুটবল দল। টানা ব্যর্থতার ফলে ফিফা র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে গিয়ে এখন ১৩৩ নম্বরে ভারত। সেখানে তাজিকিস্তানের ফিফা র‍্যাঙ্কিং ১০৬। এই দলের বিরুদ্ধে ভারতের জয় উল্লেখযোগ্য সাফল্য। ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে প্রথম ম্যাচেই জয় পেলেন খালিদ জামিল (Khalid Jamil)।

সুনীল ছেত্রীদের ছাড়াই জয়

কাফা নেশনস কাপের দলে সুনীল ছেত্রীকে (Sunil Chhetri) রাখেননি খালিদ। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) জাতীয় দলের জন্য কোনও ফুটবলার ছাড়েনি। ফলে নতুন চেহারার জাতীয় দল শুক্রবার খেলতে নামে। কিন্তু বেশ কয়েকজন পরিচিত ফুটবলারকে ছাড়াই ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিরুদ্ধে জয় এল। মানোলো মার্কুয়েজের (Manolo Marquez) কোচিংয়ে জয় পেতে ভুলেই গিয়েছিল ভারতীয় দল। সেই ব্যর্থতার পালা কাটিয়ে খালিদের কোচিংয়ে প্রথম ম্যাচেই জয় পেল ভারত।

জয় এনে দিলেন গোলকিপার-ডিফেন্ডাররা

তাজিকিস্তানের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ভারতীয় দল। ম্যাচের পঞ্চম মিনিটে প্রথম গোল করেন সেন্ট্রাল ডিফেন্ডার আনোয়ার আলি (Anwar Ali)। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় গোল আসে। ১৩ মিনিটে ব্যবধান বাড়ান অপর এক সেন্ট্রাল ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)। ২৩ মিনিটে ব্যবধান কমায় তাজিকিস্তান। গোল করেন শাহরম সামিয়েভ (Shahrom Samiev)। ৭২ মিনিটে পেনাল্টি বাঁচিয়ে দেন গুরপ্রীত সিং সান্ধু (Gurpreet Singh Sandhu)। তিনি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন। ভারতীয় দলের জয়ে দুই ডিফেন্ডার ও গোলকিপারের সবচেয়ে বড় অবদান থাকল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৩৩
ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিরুদ্ধে জয় ভারতের
ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৭ ধাপ এগিয়ে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে ১৭ বছর পর জয় পেল ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?