কেরালা ব্লাস্টার্সের উরুগুয়ের তারকাকে ছিনিয়ে নিতে চেয়েছিল, কেন পিছিয়ে গেল মোহনবাগান?

Published : Aug 28, 2025, 07:00 PM ISTUpdated : Aug 28, 2025, 07:22 PM IST
Adrian Luna

সংক্ষিপ্ত

Mohun Bagan Supergiant: আইএসএল (Indian Super League) নিয়ে জটিলতার মধ্যেই দলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। তবে আপাতত পরিকল্পনা বদল করতে হল।

DID YOU KNOW ?
মোহনবাগানে নতুন বিদেশি
চলতি মরসুমে নতুন এক বিদেশি ফরোয়ার্ডকে দলে নিতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে সেই ফুটবলার কে হবেন, তা এখনও জানা যায়নি।

Adrian Luna: কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC) থেকে উরুগুয়ের (Uruguay) ফরোয়ার্ড আদ্রিয়ান লুনাকে দলে নেওয়ার পরিকল্পনা করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Supergiant)। তবে আপাতত এই পরিকল্পনা থেকে পিছিয়ে গেল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। কারণ, লুনাকে দলে নিতে হলে বিপুল অর্থ খরচ করতে হত। এখন এই খরচের ঝুঁকি নিতে নারাজ মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। লুনার পরিবর্তে অন্য কোনও স্ট্রাইকারকে দলে নিতে পারে সবুজ-মেরুন ব্রিগেড। আগামী মাসে শুরু হতে চলেছে সুপার কাপ (Super Cup 2025)। তার আগেই নতুন বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। আইএসএল (Indian Super League 2025-26) শুরু হতে পারে ডিসেম্বরে। তার আগে দলের আক্রমণের শক্তি বাড়াতে পারেন মোহনবাগান সুপার জায়ান্টের প্রধান কোচ হোসে মলিনা (José Francisco Molina)।

স্বস্তিতে কেরালা ব্লাস্টার্স শিবির

২০২১ সাল থেকে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলছেন লুনা। উরুগুয়ের এই ফরোয়ার্ড এখনও পর্যন্ত ৭৫ ম্যাচ খেলে ১৩ গোল করেছেন। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোলও করান লুনা। তিনি কেরালা ব্লাস্টার্স সমর্থকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এই কারণে মোহনবাগান সুপার জায়ান্ট লুনার বিষয়ে খোঁজ নিতে শুরু করায় উদ্বিগ্ন হয়ে ওঠেন কেরালা ব্লাস্টার্স সমর্থকরা। তবে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট পিছিয়ে আসায় স্বস্তিতে কেরালা ব্লাস্টার্স শিবির। সমর্থকদের আশা, এখনই দল ছাড়ছেন না লুনা।

আইএসএল-এর অন্যতম সফল বিদেশি লুনা

কেরালা ব্লাস্টার্সের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন লুনা। তিনি গত কয়েক বছরে আইএসএল-এর অন্যতম সফল বিদেশি ফুটবলার হয়ে উঠেছেন। আইএসএল-এ কেরালা ব্লাস্টার্সের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা বিদেশি ফুটবলার হয়ে উঠেছেন লুনা। তিনিই এখন দলের অধিনায়ক। ২০২৭ সালের মে পর্যন্ত কেরালা ব্লাস্টার্সের সঙ্গে চুক্তি আছে উরুগুয়ের এই ফরোয়ার্ডের। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তিনি দল ছাড়বেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৭৫
আইএসএল-এ কেরালা ব্লাস্টার্সের হয়ে ৭৫ ম্যাচ খেলেছেন লুনা
আইএসএল-এ কেরালা ব্লাস্টার্সের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা বিদেশি ফুটবলার আদ্রিয়ান লুনা।
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল