নেক্সট জেন কাপের ব্যর্থতা অতীত, কলকাতা লিগে ফের জয় ইস্টবেঙ্গলের যুব দলের

কলকাতা লিগে সফলতম দল ইস্টবেঙ্গল এবারও ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। গ্রুপ পর্যায়ের শীর্ষে থেকেই সুপার সিক্সের যোগ্যতা অর্জন করার পথে বিনো জর্জের দল।

Soumya Gangully | Published : Aug 9, 2024 11:40 AM IST / Updated: Aug 09 2024, 05:45 PM IST

কলকাতা লিগে বরাবরই ইস্টবেঙ্গলের 'দুর্ধর্ষ দুশমন' ইস্টার্ন রেল। বারবার রেল দলের বিরুদ্ধে লাল-হলুদ রথের চাকা বেলাইন হয়েছে। তবে শুক্রবার তেমন কিছু হল না। কলকাতা লিগের ম্যাচে নিজেদের মাঠে সহজেই ইস্টার্ন রেলকে ৩-০ উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। গোল করলেন মহম্মদ মুশারফ, আমন সি কে ও জেসিন টি কে। এই জয়ের ফলে ৭ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে গ্রুব বি-র শীর্ষে পৌঁছে গেল লাল-হলুদ ব্রিগেড। দ্বিতীয় স্থানে থাকা ভবানীপুর ক্লাবও ৭ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট পেয়েছে। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষে ইস্টবেঙ্গল। ৭ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে মোহনবাগান সুপার জায়ান্ট।

লাল-হলুদের নতুন তারকা আজাদ

Latest Videos

বিনো জর্জ ইস্টবেঙ্গলের যুব দলের কোচ হওয়ার পর কেরালা থেকে বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে নিয়ে এসেছেন। তাঁদের মধ্যে নবতম সংযোজন আজাদ। প্রথম ম্যাচ থেকেই নজর কেড়ে নিচ্ছেন এই তরুণ। মাঝমাঠে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি। এই তরুণের ড্রিবলিং, পাসিং অসাধারণ। ডুরান্ড কাপেও সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন আজাদ। ডুরান্ড কাপেও নজর কেড়ে নিয়েছেন এই তরুণ। শুক্রবার ইস্টার্ন রেলের বিরুদ্ধেও অসাধারণ পারফরম্যান্স দেখালেন আজাদ। অনেকেই তাঁর মধ্যে বড় ফুটবলার হয়ে ওঠার সম্ভাবনা দেখছেন। ইস্টবেঙ্গল সমর্থকরা আজাদকে নিয়ে উচ্ছ্বসিত।

নেক্সট জেন কাপের ব্যর্থতা অতীত

ইংল্যান্ডে নেক্সট জেন কাপে ইস্টবেঙ্গলের যুব দলের পারফরম্যান্স খুব খারাপ ছিল। কিন্তু কলকাতা লিগে ফের খেলতে নেমেই জয় পেল ইস্টবেঙ্গল। ৩২ মিনিটে প্রথম গোল করেন মুশারফ। এরপর ৪১ মিনিটে অসাধারণ শটে ব্যবধান বাড়ান আমন। ৭৭ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন জেসিন। ফলে সহজ জয় পেল লাল-হলুদ ব্রিগেড।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'ফরাসি প্রেমিক' তালালের জাদুতে মাতোয়ারা লাল-হলুদ, ডুরান্ড কাপে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ইস্টবেঙ্গলের

বায়ুসেনার গোলে ৬ বার স্ট্রাইক, এগিয়ে থেকেই কলকাতা ডার্বি খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট

'মূর্খ সাংবাদিক, ইস্টবেঙ্গলের ইতিহাস জানে না,' ইউটিউবারকে তোপ প্রাক্তন ফুটবলার সূর্যবিকাশ চক্রবর্তীর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
Suvendu Adhikari Live : কি ফাঁস হতে চলেছে! সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী, সরাসরি
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood