পিয়ারলেসের বিরুদ্ধে সহজ জয়, কলকাতা লিগে ইস্টবেঙ্গলের জয়রথ অব্যাহত

এবারের কলকাতা ফুটবল লিগের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে ইস্টবেঙ্গল। সুপার সিক্সের যোগ্যতা অর্জন নিশ্চিত হয়ে গিয়েছে। তা সত্ত্বেও লাল-হলুদ ব্রিগেডের পারফরম্যান্সে ঢিলেমি দেখা যাচ্ছে না।

শনিবার বৃষ্টি, আলোর অভাব, বজ্রপাতের জন্য ম্যাচ স্থগিত হয়ে গিয়েছিল। রবিবার সেই ম্যাচ হল। পিয়ারলেস স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে সহজ জয় পেল ইস্টবেঙ্গল। ম্যাচের ফল ২-১। এই জয়ের ফলে ১১ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে চলতি কলকাতা ফুটবল লিগে গ্রুপ বি-র শীর্ষেই থাকল ইস্টবেঙ্গল। রবিবার লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল করেন মহম্মদ কে আশিক ও জেসিন টি কে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৭৬ মিনিটে জেসিনের মাইনাস থেকে জালে বল জড়িয়ে দেন আশিক। এরপর ৮৩ মিনিটে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন জেসিন। ৮৭ মিনিটে পিয়ারলেসের হয়ে ব্যবধান কমান দামানভালাং চাইন। চলতি মরসুমে লাল-হলুদ জার্সিতে সব টুর্নামেন্ট মিলিয়ে ১২ ম্যাচ খেলে ১১ গোল করে ফেললেন জেসিন। কলকাতা ফুটবল লিগে পরপর ৫ ম্যাচে গোল করলেন জেসিন। তিনি লাল-হলুদের তারকা হয়ে উঠেছেন। কলকাতা ফুটবল লিগে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে আইএসএল-এও খেলার সুযোগ পেতে পারেন জেসিন।

কলকাতা লিগে অপরাজিত ইস্টবেঙ্গল

Latest Videos

চলতি কলকাতা ফুটবল লিগে এখনও পর্যন্ত অপরাজিত ইস্টবেঙ্গল। যে কোনও টুর্নামেন্টেই টানা ১১ ম্যাচ অপরাজিত থাকা সহজ ব্যাপার নয়। কিন্তু বিনো জর্জের দল সেটাই করে দেখাল। ১১ ম্যাচে ৩২ গোল করেছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ ব্রিগেডের বিপক্ষে ৪ গোল হয়েছে। ইস্টবেঙ্গলের সিনিয়র দল যেখানে নিয়মিত গোল হজম করছে, সেখানে রিজার্ভ দলের রক্ষণ অনেক ভালো পারফরম্যান্স দেখাচ্ছে।

আইএসএল-এ খেলার সুযোগ পাবেন হীরা মণ্ডল?

অতীতে আইএসএল-এ ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন লেফট ব্যাক হীরা মণ্ডল। তিনি এবারের কলকাতা ফুটবল লিগে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ফলে সমর্থকরা দাবি জানাচ্ছেন, সিনিয়র দলে লেফট ব্যাক পজিশনের সমস্যা মেটাতে হীরাকে সুযোগ দেওয়া হোক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

জাতীয় দলে ডাক পেলেন, জর্ডনে ফিরছেন ইস্টবেঙ্গলের রক্ষণের ভরসা হিজাজি মাহের

ডুরান্ড কাপের ব্যর্থতা অতীত, আইএসএল, এএফসি চ্যালেঞ্জ লিগের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল

এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গলের গ্রুপে প্রতিপক্ষ কোন দলগুলি? জেনে নিন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও