East Bengal: জিকসন সিংয়ের সামনে ৬ গোলে জয়, কলকাতা লিগে ছন্দে ফিরল ইস্টবেঙ্গল

এবারের কলকাতা লিগে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ইস্টবেঙ্গল। শুক্রবার কলকাতা লিগে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধেও দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন সায়ন বন্দ্যোপাধ্যায়রা।

জিকসন সিংয়ের জার্সি নাম্বার ৬। শুক্রবার ঘরের মাঠে তাঁর সামনে কলকাতা লিগের ম্যাচে পুলিশ এসি-র বিরুদ্ধে সেই ৬ গোলেই জয় পেল ইস্টবেঙ্গল। কলকাতা ডার্বি জেতার পর কাস্টমসের বিরুদ্ধে ড্র করে ইস্টবেঙ্গল। তবে শুক্রবার বড় ব্যবধানে জয় পেল বিনো জর্জের দল। প্রথমার্ধের শেষে ২-০ এগিয়েছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল হল। ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন সায়ন বন্দ্যোপাধ্যায়, পি ভি বিষ্ণু, শ্যামল বেসরা, জেসিন টি কে ও আমন সি কে। জোড়া গোল করেন কলকাতা ডার্বির অন্যতম নায়ক জেসিন। ফলে ৬-০ জয় পেল ইস্টবেঙ্গল।

গ্রুপের শীর্ষে ইস্টবেঙ্গল

Latest Videos

এবারের কলকাতা লিগে ইস্টবেঙ্গলের অন্যতম ভরসা সায়ন, বিষ্ণু ও জেসিন। শুক্রবার পুলিশের বিরুদ্ধে প্রথম একাদশে এই ৩ তারকাকেই রাখেন লাল-হলুদের রিজার্ভ দলের কোচ বিনো। তাঁর রণকৌশল সফল হল। শুরু থেকেই আক্রমণে পুলিশের রক্ষণ ছারখার করে দিল লাল-হলুদ ব্রিগেড। এই জয়ের ফলে চলতি কলকাতা লিগে গ্রুপ বি-র শীর্ষে চলে গেল ইস্টবেঙ্গল। গ্রুপে পয়েন্ট তালিকায় উপরের দিকে থাকা ৩ দল সুপার সিক্সের যোগ্যতা অর্জন করবে। এই কারণে ধারাবাহিকতা বজায় রাখাই ইস্টবেঙ্গলের লক্ষ্য।

মরসুমের শুরু থেকেই ছন্দে ইস্টবেঙ্গল

চলতি মরসুমে এখনও পর্যন্ত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি ইস্টবেঙ্গলের সিনিয়র দল। তবে কলকাতা লিগে খেলছেন সিনিয়র দলের কয়েকজন ফুটবলার। ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন সায়ন, বিষ্ণুরা। তাঁরা ডুরান্ড কাপের জন্য তৈরি হচ্ছেন। ডুরান্ড কাপে একই গ্রুপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। ফলে এই গ্রুপ অত্যন্ত কঠিন। ১৮ অগাস্ট ডুরান্ড কাপে কলকাতা ডার্বি। সেই ম্যাচ জয়ের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন লাল-হলুদ ব্রিগেডের সদস্যরা। ফের বড় ম্যাচ জেতাই ইস্টবেঙ্গলের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Anwar Ali: মোহনবাগান সুপার জায়ান্টের নির্দেশ লঙ্ঘন, অনুশীলনে গরহাজির আনোয়ার আলি, এবার কী হবে?

East Bengal: অনুশীলনে মাদি তালাল, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু, ডুরান্ড কাপের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল

Kolkata Derby: 'লাল-হলুদের ঝড়ের নাম ইস্টবেঙ্গল,' মরসুমের প্রথম কলকাতা ডার্বিতে উড়ে গেল মোহনবাগান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM