CFL 2024: ইস্টবেঙ্গলের লক্ষ্য এবার শীর্ষস্থান, পুলিশের ব্যারিকেড ভেঙে কি এগোতে পারবে লাল হলুদ?

কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League 2024) যেন অপরাজেয় ইস্টবেঙ্গল (East Bengal)। তাদের অশ্বমেধের ঘোড়া যেন ছুটেই চলেছে। বলা চলে, লাল হলুদের রিজার্ভ দল ক্রমশই আশা জাগাচ্ছে।

কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League 2024) যেন অপরাজেয় ইস্টবেঙ্গল (East Bengal)। তাদের অশ্বমেধের ঘোড়া যেন ছুটেই চলেছে। বলা চলে, লাল হলুদের রিজার্ভ দল ক্রমশই আশা জাগাচ্ছে।

এখনও চলতি লিগে একটিও ম্যাচ হারেনি তারা। কার্যত, হার না মানা মনোভাব নিয়েই সিএফএল (CFL 2024) খেলছে ইস্টবেঙ্গল। মোট ১১টি ম্যাচের মধ্যে ১টি খেলায় ড্র করেছে তারা। বাকি সবকটিতেই জয় হাসিল করেছে লাল হলুদ ব্রিগেড।

Latest Videos

তবে গোলপার্থক্যে পিছিয়ে থাকার কারণে, গ্রুপ-বি তে ২ নম্বরে রয়েছে তারা। আর সমান পয়েন্ট নিয়ে শীর্ষে ভবানীপুর। তবে একটি ম্যাচ কম খেলার সুবাদে ইস্টবেঙ্গলের সামনে সুযোগ রয়েছে ভবানীপুরকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার।

সেই লক্ষ্য নিয়েই শুক্রবার, ঘরের মাঠে কলকাতা পুলিশের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। পয়েন্ট টেবলের মাঝের দিকে থাকলেও, এবারই প্রোমোশন পাওয়া পুলিশের দলটি বেশ চমক দিয়েছে চলতি কলকাতা লিগে। এমনকি, মোহনবাগানও কোনওরকমে হার বাঁচিয়েছে সেই দলের বিরুদ্ধে।

ফলে, এমন একটি দলের মুখোমুখি হওয়ার আগে যথেষ্ট সাবধানী ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। কারণ, চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যাওয়ার আগে গ্রুপের শেষ ম্যাচ জিতে শীর্ষে ওঠাই লক্ষ্য রয়েছে তাঁর এবং গোটা দলের।

বিনো বলছেন, “আমাদের কাছে প্রত্যেকটি ম্যাচই কঠিন। সব প্রতিপক্ষকে আমরা সমান গুরুত্ব দিচ্ছি এবং সম্মান করছি। তবে তিন পয়েন্টের জন্যই ছেলেরা ঝাঁপাবে। আমরা সেইভাবেই নিজেদের তৈরি করেছি। আর ফুটবলাররাও এই ম্যাচের গুরুত্ব উপলব্ধি করতে পারছে। তাই ওরা মাঠে নিজেদের সেরাটাই দেবে।”

এদিকে কলকাতা লিগে ম্যাচের আগে জোরকদমে অনুশীলন করলেন ফরোয়ার্ড জেসিন টিকে। সেইসঙ্গে, প্র্যাকটিসে ছিলেন সায়ন বন্দ্যোপাধ্যায়, তন্ময় দাস, সঞ্জীব ঘোষ, আমন সিকে, আদিত্য পাত্র, মহম্মদ মোশারফ এবং নসীব রহমান। তবে অনুশীলনে দেখা যায়নি পিভি বিষ্ণুকে। সূত্রের খবর, জ্বরের জন্য অনুপস্থিত ছিলেন তিনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের