18

জমে উঠেছে সিএফএল সুপার সিক্সের লড়াই
মঙ্গলবার, কলকাতা লিগে সুপার সিক্স পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল বনাম সুরুচি সংঘ।
28
সেই ম্যাচে বড় জয় পেল লাল হলুদ
সুরুচি সংঘকে ৫-০ গোলে হারাল তারা।
38
গোটা ম্যাচে প্রাধান্য নিয়ে খেলে ইস্টবেঙ্গল
কার্যত, মাথা তুলে দাঁড়াতেই পারেনি সুরুচি সংঘ।
48
লাল হলুদ তরুণ ব্রিগেডের দাপট দেখা গেল এই ম্যাচে
ফলে, তাদের গতি আর স্কিলের সামনে অসহায় আত্মসমর্পণ সুরুচি সংঘের ফুটবলারদের।
58
মাঝমাঠের দখল পুরোপুরি চলে যায় ইস্টবেঙ্গলের দখলে
ঘরের মাঠে ম্যাচ হওয়ার দরুণ, অ্যাডভান্টেজ কাজে লাগায় লাল হলুদ ব্রিগেড।
68
ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন কারা?
লাল হলুদের হয়ে এদিন জোড়া গোল করেন আমন। এছাড়াও পিভি বিষ্ণু, জেসিন টিকে এবং মহম্মদ রোশাল গোল করে দলকে জয় এনে দেন।
78
লিগ টেবিল কী বলছে?
এই ম্যাচে জয়ের ফলে, কলকাতা লিগে ১৪টি ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে বেশ ভালো জায়গায় দাঁড়িয়ে আছে ইস্টবেঙ্গল।
88
নিঃসন্দেহে চ্যাম্পিয়নশিপের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল তারা
লাল হলুদের সমর্থকরা আশায় বুক বাঁধতেই পারেন।