ISL: প্রথম ম্যাচেই জয় নর্থ ইস্টের, হার মহামেডানের! কী বলছেন দুই দলের কোচ?

শুরুটা ভালো হল না মহামেডানের (Mohammedan Sporting Club)। আইএসএল-এর (Indian Super League 2024-25) লড়াইতে সোমবার, নর্থ ইস্ট ইউনাইটেডের (North East United) বিরুদ্ধে ১-০ গোলে পরাজিত হল সাদাকালো ব্রিগেড।

Subhankar Das | Published : Sep 17, 2024 1:12 AM / Updated: Sep 17 2024, 01:14 AM IST
18
কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ম্যাচেই হার

লড়াই করল মহামেডান। কিন্তু অজস্র সুযোগ নষ্টের খেসারত দিতে হল সাদাকালো ব্রিগেডকে।

28
পাল্টা লড়াই দিল নর্থ ইস্টও

একাধিক গোলের সুযোগ তৈরি করে তারা।

38
তবে ম্যাচের নির্ধারিত সময়ে গোলের দেখা মেলেনি

খেলার অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি আসে।

48
একেবারে শেষমুহূর্তে গোল

ম্যাচের ৯৪ মিনিটে, আলাদিন আজারাইয়ের গোলে জয় হাসিল করে নর্থ ইস্ট ইউনাইটেড।

58
ম্যাচের পর আন্দ্রে চেরনিশভ কী জানালেন?

তাঁর মতে, “আমাদের অনেক উন্নতি প্রয়োজন। আমরা বেশ কিছু ভালো শট নিয়েছি। কিন্তু গোল করতে পারিনি।”

68
তিনি আরও যোগ করেন

চেরনিশভের কথায়, “এটা আমাদের প্রথম ম্যাচ ছিল। আমরা ভালো ফুটবল খেলেছি। তবে ভুলগুলো শুধরে নিয়ে পরের ম্যাচে নামতে হবে। এটাই ফুটবল।”

78
অপরদিকে বেজায় খুশি নর্থ ইস্ট ইউনাইটেড কোচ

জুয়ান পেদ্রো বেনালি জানিয়েছেন, “তিন পয়েন্ট পেয়ে আমি খুশি। তবে আমাদের আরও ভালো খেলা উচিৎ ছিল।”

88
আর কী কী বললেন তিনি?

আমরা প্রথমার্ধে ভালো খেলতে পারিনি। কিন্তু দ্বিতীয়ার্ধে ছেলেরা ভালো খেলেছে। একের পর এক আক্রমণ তুলে এনেছে। জিততে পেরে ভালো লাগছে।”

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos