CFL 2024: কলকাতা লিগের জন্য দল ঘোষণা মহামেডানের, ক্লাব তাঁবুতেই নতুন জার্সির উদ্বোধন

শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League)। তৈরি হচ্ছে মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) ফুটবল দলও। সোমবার, ক্লাব তাঁবুতে উদ্বোধন হল দলের নতুন জার্সির।

শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League)। তৈরি হচ্ছে মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) ফুটবল দলও। সোমবার, ক্লাব তাঁবুতে উদ্বোধন হল দলের নতুন জার্সির।

প্রসঙ্গত, ২৫ জুন থেকে শুরু হচ্ছে কলকাতা ফুটবলের অন্যতম মেগা প্রতিযোগিতা ‘কলকাতা ফুটবল লিগ ২০২৪’ (CFL 2024)। এই মরশুমে মোট ২৬টি দল সিএফএল-এ অংশগ্রহণ করবে। দুটি গ্রুপে ভাগ করে খেলাগুলি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই লটারির মাধ্যমে গ্রুপ বিন্যাস চূড়ান্ত হয়ে গেছে। ২৫ জুন মঙ্গলবার, কলকাতা লিগের (Calcutta Football League) উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)।

Latest Videos

প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ উয়াড়ি ফুটবল ক্লাব (Wari AC)। মঙ্গলবার, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে (Kishore Bharati Krirangan) সন্ধ্যা ৭টায় মুখোমুখি হচ্ছে দুই দল। আর এই কলকাতা লিগকে কেন্দ্র করেই, এবার নতুন মরশুম শুরুর আগে জার্সি উদ্বোধন হয়ে গেল সাদাকালো তাঁবুতে। সোমবার, জার্সি উদ্বোধনের পাশাপাশি কলকাতা লিগের জন্য দলও ঘোষণা করে দেয় মহামেডান।

উল্লেখ্য, কোচ হাকিম সেনগেন্ডোর (Hakim Ssengendo) তক্তাবধানে অনুশীলন চলছে বেশ কয়েকদিন ধরেই। এদিন কলকাতা লিগকে কেন্দ্র করে, জার্সি উদ্বোধন হল মহামেডান ক্লাব তাঁবুতে। সেইসঙ্গে, ঘোষণা করা হল ২৮ জনের দল।

গোলকিপারঃ শুভজিৎ ভট্টাচার্য, নিখিল ডেকা, রকিবুল মল্লিক, জেটলি সোরোখাইবাম।

ডিফেন্ডারঃ জয় বাজ, সলমন ফারিস, জোসেফ, দীপু হালদার, জেমস সিং, দীপ বিশ্বাস, দীনেশ মেইতেই, মহম্মদ জসীম, শুভ বিশ্বাস।

মিডফিল্ডারঃ তন্ময় ঘোষ, সজল বাগ, মহীতোষ রায়, সুজিত সিং, টাংভা রাগুই, লালাংগাইসাকা, যশ চিকরো, শিবা মান্ডি।

ফরোয়ার্ডঃ অ্যাশলে এ কোলি, লালথানকিমা, বামিয়া সামাদ, থকচম অ্যাডিসন সিং, রবিনসন সিং সোরাইসাম, ইসরাফিল দেওয়ান, লালরোথলাঙ্গা।

সবমিলিয়ে, আর মাত্র কয়েকঘণ্টা। তারপরই কলকাতা লিগের উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে চলেছে সাদাকালো ব্রিগেড।

আরও পড়ুনঃ

কলকাতা লিগে কবে কবে নামছে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান? একনজরে তিন প্রধানের সূচি

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury