Lionel Messi Birthday: ছোটবেলার প্রেম আন্তোনেলার সঙ্গেই বিচ্ছেদ হয়েছিল! মেসির জন্মদিনে গোপন কথা প্রকাশ্যে

Published : Jun 24, 2024, 01:25 PM ISTUpdated : Jun 24, 2024, 01:58 PM IST
Lionel Messi

সংক্ষিপ্ত

জাতীয় দলের সতীর্থদের  সঙ্গে এবারের জন্মদিন পালন করছেন লিওনেল মেসি। তিনি এখন আর্জেন্টিনার হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা খেলতে ব্যস্ত।

স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক লিওনেল মেসির। ছোটবেলা থেকেই তাঁরা একে অপরের ঘনিষ্ঠ। কিন্তু কৈশোরে বেশ কিছুদিন আন্তোনেলার সঙ্গে কোনওরকম যোগাযোগই ছিল না মেসির। তিনি ধরেই নিয়েছিলেন, ছোটবেলার প্রেমিকার সঙ্গে আর হয়তো কোনওদিন দেখা হবে না। যদিও পরে আবার যোগাযোগ হয়। এরপর আর কোনও সমস্যা হয়নি। ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর আন্তোনেলাকে বিয়ে করেন মেসি। তাঁদের একাধিক সন্তানও আছে। সুখে সংসার করছেন মেসি-আন্তোলেনা। তাঁদের সংসারে সুখের অভাব নেই। স্ত্রীর প্রতি মেসির আনুগত্য নিয়ে প্রশ্ন নেই। আন্তোনেলাও সবসময় মেসির পাশে আছেন।

মেসি-আন্তোনেলার সম্পর্কে কী সমস্যা হয়েছিল?

সোমবার জন্মদিন মেসির। সারা বিশ্বের মেসি-অনুরাগীরা এই বিশেষ দিন পালন করছেন। এবারের জন্মদিনের আগে আন্তোনেলার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন মেসি। তিনি জানিয়েছেন, 'আমার এক তুতো ভাইয়ের মাধ্যমে আন্তোনেলার সঙ্গে আলাপ হয়। ছোটবেলা থেকেই আমার ওকে ভালো লাগত। ওদের বাড়িতে যেতাম। কিন্তু আমি স্পেনে চলে যাওয়ার পর অনেকদিন আন্তোনেলার সঙ্গে কথা বন্ধ ছিল। সেই সময় বিদেশ থেকে ফোনে যোগাযোগ রাখা সহজ ছিল না। ফোনের খরচ অনেক বেশি ছিল। চিঠি বা ই-মেলের মাধ্যমে যোগাযোগ রাখা যেত। ৩-৪ বছর এভাবে চলার পর আবার আন্তোনেলার সঙ্গে যোগাযোগ হয়। আমরা ফের ঘনিষ্ঠ হয়ে যাই।'

কোপা আমেরিকায় খেলতে ব্যস্ত মেসি

জাতীয় দলের হয়ে এখন কোপা আমেরিকায় খেলছেন মেসি। প্রথম ম্যাচে কানাডার বিরুদ্ধে সহজ জয় পেয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে চিলির মুখোমুখি হবেন মেসিরা। এবারই হয়তো শেষ কোপা আমেরিকা খেলছেন 'এল এম টেন'। তিনি ফের আর্জেন্টিনাকে লাতিন আমেরিকার সেরা দল করতে চান। মেসির সতীর্থরাও তাঁকে ট্রফি উপহার দিতে চান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Lionel Messi: 'প্রতিবেশীরা বিরক্ত করত, প্যারিসে ভালো লাগছিল না,' জানালেন মেসি

Lionel Messi: বার্সেলোনার কিংবদন্তি হয়ে রিয়াল মাদ্রিদের প্রশংসা! কী বললেন লিওনেল মেসি!

Lionel Messi: ইচ্ছা থাকলেও কেন বার্সেলোনায় ফিরলেন না মেসি? খোলসা করলেন লা লিগা প্রেসিডেন্ট

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?