East Bengal Transfer Update: এই দুই ফুটবলারের সঙ্গে কি কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল? মেগা আপডেট

Published : Jul 02, 2025, 04:51 PM ISTUpdated : Jul 02, 2025, 04:53 PM IST
east bengal transfer update

সংক্ষিপ্ত

East Bengal Transfer Update: মরশুম শুরুর আগে দলবদলের বাজার রীতিমতো সরগরম। কারা কারা আসছেন লাল হলুদ ব্রিগেডে?

East Bengal Transfer Update: দলবদলের বাজারে এবার গরম খবর। লাল হলুদে আসছেন নতুন দুই ফুটবলার? জল্পনা তুঙ্গে। মরশুম শুরুর আগে দলবদলের বাজার রীতিমতো সরগরম। কারা কারা আসছেন লাল হলুদ ব্রিগেডে? নিঃসন্দেহে মেগা আপডেট ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। 

দলবদলের বাজার এই মুহূর্তে রীতিমতো সরগরম

প্রায় প্রতিদিনই নিত্য নতুন আপডেট সামনে আসছে (east bengal transfer news in bengali)। আর সেই জায়গায় দাঁড়িয়ে, একেবারেই পিছিয়ে নেই ইস্টবেঙ্গলও। কারণ, বিগত বেশ কয়েক বছর ধরে, দলের পারফরম্যান্স একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে (east bengal news transfer)। তাই আসন্ন মরশুমের জন্য দল গোছানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে লাল হলুদ ব্রিগেড।

 

 

প্রসঙ্গত, গত মরশুমে ডুরান্ড কাপ (Durand Cup) এবং আইএসএলে (ISL) হতশ্রী পারফরম্যান্সের পর সুপার কাপ (Super Cup 2025) থেকেও বিদায়। কিন্তু আগামী মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে চাইছে ইস্টবেঙ্গল (east bengal player transfer)।

আর সেইজন্যই কার্যত, কোমর বেঁধে নেমে পড়েছে টিম ম্যানেজমেন্ট কোন নতুন দুই ফুটবলারকে দলে নিতে চাইছেন তারা (east bengal player transfer news)? চলুন দেখে নেওয়া যাক। 

প্রথমেই আসা যাক হামিদ আহাদাদের কথায় (Hamid Ahadad)

সূত্রের খবর, ৩০ বছর বয়সী এই মরক্কোর অ্যাটাকিং সেন্টার-ফরোয়ার্ডকেই এবার দলে নিতে ঝাঁপাচ্ছেন লাল হলুদ কর্তারা। তাঁর মার্কেট ভ্যালু ৪ কোটি টাকা। সবথেকে বড় বিষয়, এই ফুটবলারটি লেফট উইং-এও বেশ ভালো খেলতে পারেন (hamid ahadad east bengal)। শোনা যাচ্ছে, হামিদ আহাদাদ ইস্টবেঙ্গল জার্সিতে মাঠে নামতে পারেন। উল্লেখ্য, গত মরশুমে তিনি খেলেন মরক্কোর প্রথম টায়ার ফুটবল প্রতিযোগিতা বটোলা প্রো লিগের দল MAS Fes-এর হয়ে।

তাঁর নামের পাশে রয়েছে ৪টি গোল। এছাড়াও ২টি অ্যাসিস্ট রয়েছে এই সেন্টার-ফরোয়ার্ডের ঝুলিতে (east bengal transfer rumours)। সূত্র মারফৎ জানা যাচ্ছে, হামিদ আহাদাদ সই করতে পারেন ইস্টবেঙ্গলে। তবে কথাবার্তা অনেকদূর এগোলেও চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। তাই বাকিটা উত্তর দেবে সময়।

এবার কথা বলব বিক্রম প্রতাপ সিংকে নিয়ে (Vikram Partap Singh)

গত মরশুমে তিনি খেলেন মুম্বই সিটি এফসি-র জার্সিতে এবং যথেষ্ট ভালো ফুটবল উপহার দেন (east bengal transfer rumours)। সূত্রের খবর, ২৩ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ডটি সই করতে পারেন লাল হলুদে। প্রসঙ্গত, মুম্বইয়ের হয়ে ২১টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি (east bengal transfer update)। বিক্রম প্রতাপ সিং-এর নামের পাশে রয়েছে ১টি গোল। 

এছাড়াও ৬৩টি রিকভারিও করেছেন তিনি (east bengal er khobor in bengali)। সবথেকে বড় বিষয়, জাতীয় দলের হয়েও মাঠে নেমেছেন বিক্রম। তাঁর সঙ্গে কথাবার্তাও নাকি অনেকদূর এগিয়ে গেছে। শোনা যাচ্ছে, সেই বিক্রম প্রতাপ সিংকেই এবার দলে নেওয়ার ব্যাপারে ভীষণভাবে আগ্রহী ইস্টবেঙ্গল (east bengal news bengali)। অন্যদিকে, তিনি সতীর্থদের দিকে বাড়িয়েছেন ৩০৮টি সফল পাস।

মূলত, তিনি খেলেন রাইট উইং পজিশনে। মুম্বই জার্সিতে ১৫টি গোলের সুযোগ তৈরি ছাড়াও তিনি ১৫টি কী-পাস বাড়িয়েছেন এবং ১২টি শট বিক্রম পুরোপুরি টার্গেটে রেখেছেন (vikram partap singh east bengal)। সূত্র মারফত জানা যাচ্ছে, ইস্টবেঙ্গলে তাঁর আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তরুণ এই ফরোয়ার্ডটির মার্কেট ভ্যালু ১.৮০ কোটি টাকা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?