
East Bengal vs Mohun Bagan Super Giant: আশিয়ান কাপ (ASEAN Cup 2003) জয়ের দিনেই কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League 2025) কলকাতা ডার্বিতে (Kolkata Derby) মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant) হারিয়ে দিল ইস্টবেঙ্গল (East Bengal)। কল্যাণী স্টেডিয়ামে ম্যাচের ফল ৩-২। প্রথমার্ধে ২-০ এগিয়েছিল ইস্টবেঙ্গল। সেই সময় মনে হচ্ছিল সহজ জয় পেতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের রং বদলে যায়। সমতা ফেরায় সবুজ-মেরুন ব্রিগেড। তবে শেষপর্যন্ত জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। এই ম্যাচের আগে চলতি কলকাতা ফুটবল লিগে ভালো পারফরম্যান্স দেখাতে পারছিল না ইস্টবেঙ্গল। পরপর ড্র-হারের ধাক্কায় পিছিয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে সদস্য-সমর্থকরা শনিবারের ম্যাচের দিকে তাকিয়েছিলেন। জয়ের লক্ষ্যে সিনিয়র দলের কয়েকজন ফুটবলারকে খেলায় লাল-হলুদ শিবির। পাল্টা মোহনবাগান সুপার জায়ান্টও এই ম্যাচে সিনিয়র দলের কয়েকজন ফুটবলারকে খেলায়। কিন্তু বাজিমাত করল ইস্টবেঙ্গল।
এই ম্যাচের ৯ মিনিটে জেসিন টি কে-র গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বল নিয়ে বক্সে ঢুকে পড়ে জেসিনকে নিখুঁত পাস বাড়ান সায়ন বন্দ্যোপাধ্যায়। জেসিন শুধু জালে বল জড়িয়ে দেন। এরপর প্রথমার্ধের সংযোজিত সময়ে কর্নার পায় মোহনবাগান সুপার জায়ান্ট। লাল-হলুদ বক্সে জটলার মধ্যে থেকে বল পান এডমুন্ড লালরিনডিকা। তিনি ফাঁকায় দাঁড়িয়ে থাকা সায়নকে বল বাড়ান। বক্সে ঢুকে পড়ে বিপক্ষের গোলকিপার দীপ্রভাত ঘোষকে কাটিয়ে গোল করেন সায়ন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যে ব্যবধান কমায় মোহনবাগান সুপার জায়ান্ট। গোল করেন লিওয়ান কাস্টানহা। এরপর ৬৭ মিনিটে সমতা ফেরান অতীতে কলকাতা ডার্বিতে হ্যাটট্রিক করা কিয়ান নাসিরি। সমতা ফিরিয়ে তখন সবুজ-মেরুন শিবির উচ্ছ্বসিত। লাল-হলুদ শিবির থরহরি কম্পমান। ঠিক সেই সময় জয়সূচক গোল ডেভিড লাললানসাঙ্গার। ৬৯ মিনিটে বক্সের মধ্যে থেকে মাপা হেডে জালে বল জড়িয়ে দেন এই তরুণ স্ট্রাইকার। তাঁর গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দিল।
গতবারের কলকাতা লিগেও মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। এবারও সেই ফলই হল। মরসুমের প্রথম কলকাতা ডার্বি জিতে শুরুটা ভালোভাবে করল ইস্টবেঙ্গল। এই জয় ডুরান্ড কাপেও (Durand Cup 2025) দলের আত্মবিশ্বাস বাড়াবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।