
Kolkata Derby: কলকাতা ময়দানে এই ঘটনা বিরল নয়। অতীতে বহু সমর্থককে দেখা গিয়েছে, প্রিয়জনকে হারানোর পর কাছা নিয়ে গ্যালারিতে হাজির হয়েছেন। সত্তরের দশকে বাঘাদা নামে এক সমর্থকের ঘটনা প্রবাদে পরিণত হয়েছে। তিনি ছোট ছেলের মৃত্যুর পর সরাসরি শ্মশান থেকে ইস্টবেঙ্গল মাঠে হাজির হয়েছিলেন। এবার সদ্য বাবাকে হারানোর পর শনিবার কল্যাণী স্টেডিয়ামে কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) কলকাতা ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে প্রিয় দলের ম্যাচ দেখতে হাজির হলেন ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থক অরুণ হালদার। তিনি গুরুদশায় কাছা নিয়েই গ্যালারিতে হাজির হলেন। এই ঘটনা বিরল না হলেও, শনিবার কল্যাণী স্টেডিয়ামে এই ইস্টবেঙ্গল সমর্থককে শ্রদ্ধা জানাচ্ছেন দুই দলের সমর্থকরাই। ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই সমর্থকের ছবি শেয়ার করে তাঁর আবেগের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। মোহনবাগান সমর্থকরাও বিপক্ষ দলের এই সমর্থকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে আছেন অভিজ্ঞ গোলকিপার দেবজিৎ মজুমদার। প্রথমবার লাল-হলুদ জার্সি পরে খেলতে নামছেন ডিফেন্ডার মার্তণ্ড রায়না। প্রথম ম্যাচই কলকাতা ডার্বি। ফলে তাঁর উপর চাপ রয়েছে। এছাড়া লাল-হলুদের প্রথম একাদশে আছেন প্রভাত লাকড়া, তন্ময় দাস, সুমন দে, সায়ন বন্দ্যোপাধ্যায়, এডমুন্ড লালরিনডিকা, ডেভিড লাললানসাঙ্গা, জেসিন টি কে, নাসিব রহমান ও বিক্রম প্রধান। মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশে আছেন সুহেল আহমেদ ভাট, কলকাতা ডার্বিতে হ্যাটট্রিক করা কিয়ান নাসিরি, দীপেন্দু বিশ্বাস, মহম্মদ বিলাল সি ভি, লিওয়ান কাস্টানহা, সন্দীপ মালিক, দীপ্রভাত ঘোষ, সালহাউদ্দিন আদনান কে, থংজম রোশন সিং, মিংমা শেরপা ও করণ রাই।
কলকাতা ডার্বি জয়ের লক্ষ্যে দুই দলই মূল দলের কয়েকজন ফুটবলারকে রিজার্ভ দলের ফুটবলারদের সঙ্গে জুড়ে দিয়েছে। ডুরান্ড কাপের (Durand Cup 2025) মধ্যেই কলকাতা ডার্বিকে গুরুত্ব দিচ্ছে দুই শিবির। সমর্থকদের আশা, জুনিয়রদের পাশাপাশি সিনিয়র ফুটবলাররাও ভালো পারফরম্যান্স দেখিয়ে প্রিয় দলকে জেতাবেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।