Mohun Bagan vs East Bengal LIVE: কল্যাণীতে কামাল ইস্টবেঙ্গলের! রুদ্ধশ্বাস বড় ম্যাচে ৩-২ গোলে জিতে কলকাতা লিগ জমিয়ে দিলেন ডেভিডরা

Published : Jul 26, 2025, 06:34 PM ISTUpdated : Jul 26, 2025, 07:54 PM IST
Mohun Bagan vs East Bengal LIVE

সংক্ষিপ্ত

Mohun Bagan vs East Bengal: কলকাতা লিগের মেগা ডার্বিতে মুখোমুখি হয়েছিল মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। 

Mohun Bagan vs East Bengal: কল্যাণী স্টেডিয়ামে শনিবার বিকেলে, কলকাতা লিগের ডার্বিতে মুখোমুখি হয় মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (kolkata derby 2025)। আর সেই ম্যাচ ঘিরে, শুরু থেকেই ছিল উত্তেজনার পারদ (calcutta football league 2025)।

জমজমাট বড় ম্যাচ

এদিন খেলার ৯ মিনিটে, লাল হলুদ ব্রিগেডের হয়ে গোলটি করেন জেসিন টিকে। খেলার শুরু থেকেই এদিন চাপ বাড়াতে শুরু করে ইস্টবেঙ্গল। আর তার ফল মেলে হাতেনাতে। ম্যাচের ৯ মিনিটেই, লাল হলুদকে এগিয়ে দেন জেসিন টিকে। এডমুন্ড এবং সায়নের যুগলবন্দীতে, অসাধারণ একটি আক্রমণ তৈরি হয় এবং সেখান থেকে বল পেয়েই গোল করে যান জেসিন। 

তবে গোল খেলেও, খেলায় ফিরে আসার চেষ্টা করে মোহনবাগান। ম্যাচের ৩১ মিনিটে, সুহেইল ভাটের শট বারপোষ্টে না লাগলে তখনই সমতা ফেরাতে পারত বাগান শিবির। তারপরেও তিনি আরেকটি মিস করেন। একটুর জন্য সুহেইলের শট বাইরে চলে যায়। তাছাড়া দীপেন্দু বিশ্বাসও চেষ্টা জারি রাখেন। কিন্তু গোল হয়নি। বরং, বলা ভালো যে, ইস্টবেঙ্গল ক্রমশ জাঁকিয়ে বসতে শুরু করে ম্যাচে। খেলার ২৯ মিনিটে, এডমুন্ডের শট গোলের উপর দিয়ে উড়ে না গেলে ব্যবধান আরও বাড়তে পারত। সবথেকে বড় বিষয়, ইস্টবেঙ্গলের সায়ন ব্যানার্জি দুরন্ত ফুটবল উপহার দেন এদিন। 

রীতিমতো মাঝমাঠের লড়াই চলতে থাকে

মোহনবাগানের সালাহউদ্দিনের গুরুতর চোট লাগে এদিন। অন্যদিকে, খেলার ৪৫ মিনিটে, ডেভিডের শট দুরন্ত সেভ করেন মোহনবাগান গোলকিপার দীপ্রভাত। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে, আবারও জ্বলে ওঠেন সেই সায়ন এবং গোল করে ইস্টবেঙ্গলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। নিঃসন্দেহে গোটা ম্যাচে ইস্টবেঙ্গল অনেক বেশি সপ্রতিভ ছিল। বিশেষ করে ডেভিড, সায়ন এবং এডমুন্ড যেন বিপক্ষের ত্রাস হয়ে উঠতে শুরু করেন। '

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় দুরন্ত গতিতে

খেলার ৫০ মিনিটে, নিম দোরজি তামাং শট নিলেও তা বিফলে যায়। তবে ম্যাচের ৫৫ মিনিটে, খেলায় ফেরত আসে মোহনবাগান। কর্নার থেকে আসা বলে, মাথা ছুঁইয়ে দুরন্ত গোল করে যান কাসথানা এবং খেলার ফলাফল তখন দাঁড়ায় ২-১। সেই গোলটি পেয়ে যেতেই আক্রমণের গতি আরও বাড়িয়ে দেয় বাগান শিবির। 

ম্যাচের ৬৫ মিনিটে, দলে পরিবর্তন আনেন মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো। করণ রাইয়ের বদলে মাঠে আসেন মার্শাল কিস্কু। এরপর ম্যাচের ৬৭ মিনিটে, সমতা ফেরায় মোহনবাগান। ক্রস থেকে আসা বলে, কিয়ান দুর্দান্ত গোল করেন এবং ম্যাচের ফলাফল তখন ২-২।  

 

 

কিন্তু পাল্টা অ্যাটাক শুরু করে ইস্টবেঙ্গল। ডেভিডের গোলে ফের ম্যাচে লিড নেয় লাল হলুদ ব্রিগেড। হাড্ডাহাড্ডি খেলায় তখন ৩-২ গোলে এগিয়ে ইস্টবেঙ্গল। ওদিকে খেলার ৭৫ মিনিটে, দলে পরিবর্তন করেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। মার্ক জো এবং সায়নকে তুলে মাঠে নামিয়ে দেন লালরামসাঙ্গা এবং সঞ্জীব ঘোষকে। তবে লাগাতার ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকে মোহনবাগান। কিন্তু গোল কিছুতেই আসছিল না। বরং, খেলার ৮৩ মিনিটে, সহজ একটি সুযোগ নষ্ট করেন ইস্টবেঙ্গলের ডেভিড। 

যত ম্যাচ শেষদিকে গড়াতে শুরু করে, ততই যেন লড়াই আরও তীব্র হতে থাকে। এদিনের ম্যাচে ৭ মিনিট অতিরিক্ত সময় দেন রেফারি। কিন্তু আরও কোনও গোল হয়নি। শেষপর্যন্ত, রুদ্ধশ্বাস লড়াই শেষে কলকাতা লিগের এই মেগা ডার্বি ৩-২ গোলে জিতে নেয় ইস্টবেঙ্গল। ম্যাচ শেষে লাল হলুদ সমর্থকদের উল্লাস ছিল দেখার মতো। তবে লাল কার্ড দেখেন ইস্টবেঙ্গলের আমন সিকে।   

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?