Carlo Ancelotti Brazil Coach: সমস্ত জল্পনার অবসান! ব্রাজিলের নয়া কোচ কার্লো আনসেলোত্তি

Published : May 13, 2025, 02:30 AM IST
Ancelotti

সংক্ষিপ্ত

Carlo Ancelotti Brazil Coach: সমস্ত জল্পনার অবসান। ব্রাজিলের নতুন কোচ কার্লো আনসেলোত্তি। 

Carlo Ancelotti Brazil Coach: দোরিভাল জুনিয়রের পরিবর্তে ব্রাজিলের কোচ হতে চলেছেন কার্লো আনসেলোত্তি। ১৯২৫ সালের পর, এই প্রথম ব্রাজিল ফুটবল দলের কোচের পদে বসতে চলেছেন কোনও বিদেশি (brazil coach update)।

উল্লেখ্য, গত বছরই তাঁকে কোচ করার মরিয়া চেষ্টা চালায় ব্রাজিল। কিন্তু রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি থাকায় আনসেলোত্তিকে ছাড়তে চায়নি রিয়াল। তবে এই মরশুমের ছবিটা কিন্তু পুরো আলাদা। ট্রফি ছাড়াই চলতি মরশুম শেষ করতে হবে রিয়ালকে। আর গোটা মরশুমে চারবার বার্সেলোনার কাছে হেরেছে তারা। তার মধ্যে আবার শেষটি হয়েছে গত রবিবার, লা লিগায়। সেই ম্যাচে ৪-৩ ব্যবধানে পরাজয় (brazil coach news)।

 

 

এদিকে আগামী ২৬ মে থেকে ব্রাজিল দলের দায়িত্ব নিতে চলেছেন আনসেলোত্তি। ঠিক তার আগেরদিন, ঘরোয়া লিগে রিয়ালের শেষ ম্যাচটি রয়েছে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে। অনেকে আবার মনে করতে শুরু করেছিলেন, আগেই হয়ত রিয়ালের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন আনসেলোত্তি। কিন্তু রিয়াল কর্তারা মরশুমের মাঝপথে একেবারেই কোচকে ছাড়তে রাজি হননি। তাই মরশুম শেষ হওয়ার পরেই ব্রাজিলের দায়িত্ব নেবেন নয়া কোচ।

এদিকে জুন মাসে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ব্রাজিলের। ফলে ৬ জুন, ইকুয়েডর ম্যাচে ব্রাজিলের কোচ হিসেবে আত্মপ্রকাশ হবে আনসেলোত্তির। ব্রাজিল জানিয়ে দিয়েছে, বিশ্ব ফুটবলের শীর্ষস্থানে ফিরতে হবেই, তাই আনসেলোত্তিকে কোচ করা হয়েছে।

আর সোমবার আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করে দিল পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। আগামী ২৬ মে থেকে ব্রাজিল দলের দায়িত্ব নিতে চলেছেন আনসেলোত্তি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?