East Bengal Transfer Update: বিগত বেশ কয়েক বছর ধরে ইস্টবেঙ্গলের যা পারফরম্যান্স, তাতে সমর্থকদের মনে হাসি ফোটানোর জন্য চাই অসাধারণ এবং দুরন্ত ফুটবল। কিন্তু সমর্থকদের সেই স্বপ্ন কি সত্যি হবে? নতুন মরশুমে কি অন্য ইস্টবেঙ্গলকে (East Bengal) দেখা যাবে? আর সেই জায়গায় দাঁড়িয়েই, সামনে চলে এল আরও দুটি নাম।
এবার যেন সেইমতোই স্কোয়াড সাজানোর পরিকল্পনা চলছে (East Bengal Transfer News) লাল হলুদের অন্দরে। প্রসঙ্গত, গত মরশুমে ডুরান্ড কাপ (Durand Cup) এবং আইএসএলে (ISL) হতশ্রী পারফরম্যান্স। তারপর সুপার কাপ (Super Cup 2025) থেকেও বিদায়।
কার্যত, দলের (team) অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে আবার ইতিমধ্যেই ক্লেইটন সিলভাকে ছেঁটে ফেলেছে ক্লাব (club)। শোনা যাচ্ছে, সল ক্রেসপো, মেসি বাউলি, হেক্টর ইউস্তে ও রিচার্ড সেলিসকেও ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)। এমতাবস্থায়, একাধিক নতুন ফুটবলারের দলে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু কারা আসবেন?
তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে (East Bengal Transfer Update)। আসলে টিম ম্যানেজমেন্ট (Team Management) এমন ফুটবলারদের (footballer) চাইছে, যারা দলকে ভরসা দিতে পারেন। আর সেই আবহেই, এবার আরও দুটি নাম সামনে চলে এসেছে (east bengal transfer news in bengali)।
প্রথমজন হলেন ভানলাল জুডিকা (Vanlalzuidika Chhakchhuak)। গত মরশুমে তিনি মহামেডান জার্সিতে আইএসএল-এর লড়াইতে মাঠে নামেন। সূত্রের খবর, তরুণ এই ভারতীয় ডিফেন্ডারের দিকে নজর রয়েছে লাল হলুদের। মোট ২২টি ম্যাচ খেলে ৬টি ক্লিনশিট রেখেছেন ২৭ বছর বয়সী রক্ষণভাগের এই খেলোয়াড়টি (east bengal new player signing 2025)।
শুধু তাই নয়, ১৯টি ইন্টারসেপশন, ৬টি ব্লকিং, ৯৫টি রিকভারি এবং ৫৭টি ক্লিয়ারেন্স রয়েছে তাঁর নামের পাশে। সেইসঙ্গে, তিনি বিপক্ষের থেকে জিতে নিয়েছেন ২৬টি ট্যাকল এবং সতীর্থদের দিকে বাড়িয়েছেন ৫২২টি সফল পাস। তাছাড়া ১৩টি গোলের সুযোগও তৈরি করেছেন ভানলালজুডিকা। সূত্র মারফৎ জানা যাচ্ছে, তাঁকে দলে নিতে ভীষণভাবেই আগ্রহী ইস্টবেঙ্গল (east bengal player transfer)।
শোনা যাচ্ছে, এই প্রতিভাবান ফুটবলারটি আসতে পারেন ইস্টবেঙ্গলে। অপরদিকে, আরও এক আই লিগ খেলা ফুটবলারের দিকে চোখ রয়েছে লাল হলুদের। তাঁর নাম ল্যামগৌলেন গৌ হ্যাংশিং (Lamgoulen Hangshing)। ২৭ বছর বয়সী এই রাইট-ব্যাকটি গত আই লিগে খেলেছেন চার্চিল ব্রাদার্সের হয়ে। মোট ২১টি ম্যাচে মাঠে নেমে করেছেন ২টি গোল। সঙ্গে আবার একটি অ্যাসিস্টও আছে তাঁর নামের পাশে। শোনা যাচ্ছে, তাঁকেও টার্গেট করেছে ইস্টবেঙ্গল (east bengal transfer news in bengali)।
সূত্রের খবর, এই ফুটবলারটিকেও দলে নিতে যথেষ্ট আগ্রহী লাল হলুদ ব্রিগেড।
তবে আপাতত এই দুই ফুটবলারের বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।