CFL 2025 Mohun Bagan: বিএসএস-এর বিরুদ্ধে গোলের বন্যা মোহনবাগানের, শিবমের হ্যাটট্রিক এবং বড় জয়

Published : Aug 24, 2025, 09:32 PM ISTUpdated : Aug 24, 2025, 10:50 PM IST
CFL Mohun Bagan

সংক্ষিপ্ত

CFL 2025 Mohun Bagan: রবিবারের ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক করেন সবুজ মেরুনের ফরোয়ার্ড শিবম মুণ্ডা। খেলায় রীতিমতো লড়াই করে জয়ের রাস্তায় ফিরে এল মোহনবাগান।

CFL 2025 Mohun Bagan: দুরন্ত ছন্দে মোহনবাগান। কলকাতা লিগে ফের বড় জয় সবুজ মেরুন ব্রিগেডের। গত ম্যাচে সুরুচি সংঘের বিরুদ্ধে ড্র করার পর রবিবার, নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে বিএসএস স্পোর্টিং ক্লাবকে ৫-২ গোলে হারাল মোহনবাগান। 

এই ম্যাচে হ্যাটট্রিক করেন শিবম মুণ্ডা 

রবিবারের ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক করেন সবুজ মেরুনের ফরোয়ার্ড শিবম মুণ্ডা। খেলায় রীতিমতো লড়াই করে জয়ের রাস্তায় ফিরে এল মোহনবাগান। এদিন ম্যাচের শুরু থেকেই বিএসএস-কে যথেষ্ট চাপে রাখে মোহনবাগান। সেই সুবাদেই খেলার ২৯ মিনিটে, প্রথম গোলটি করেন শিবম। 

 

 

এরপর ম্যাচের ৪১ মিনিটে, ফের তাঁর গোলে এগিয়ে যায় সবুজ মেরুন ব্রিগেড। দ্বিতীয় গোলটি নিঃসন্দেহে অনবদ্য। ফলে, প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। তবে দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা করে বিএসএস। ম্যাচের ৪৯ মিনিটে, রোমিন গোলদার এবং তারপর তুহিন গোল করে দলের হয়ে সমতা ফেরান। 

কিন্তু শিবমের হ্যাটট্রিকের সুবাদে বড় জয় তুলে নেয় সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচের ৫৪ মিনিটে, গোল করেন তিনি। এরপর ৬৩ মিনিটে আদিত্য অধিকারী এবং ৮৯ মিনিটে করণ রাই গোল করেন। 

সবমিলিয়ে, ৫-২ ব্যবধানে জয় পায় মোহনবাগান 

নিঃসন্দেহে দুর্দান্ত ফুটবল উপহার দেন শিবম। আর সেই সুবাদেই পুরো ম্যাচে দাপিয়ে খেলে মোহনবাগান। তবে বিএসএস সুযোগ পেলেও তার সবকটি কাজে লাগাতে পারেনি। আর ঠিক উল্টোদিকে মোহনবাগান সঠিক সময়ে সঠিক কাজটা করে ম্যাচ বের করে নিয়ে চলে গেছে। কার্যত, দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান। 

কলকাতা লিগে ফের বড় জয় সবুজ মেরুন ব্রিগেডের। গত ম্যাচে সুরুচি সংঘের বিরুদ্ধে ড্র করার পর রবিবার, নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে বিএসএস স্পোর্টিং ক্লাবকে ৫-২ গোলে হারাল সবুজ মেরুন ব্রিগেড।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?