Durand Cup Final 2025: ডুরান্ডে ইতিহাস গড়ে আবেগপ্রবণ নর্থইষ্ট কোচ! বললেন, "দারুণ অনুভূতি, এই জয়টা ছেলেদের প্রাপ্য"

Published : Aug 24, 2025, 12:27 AM ISTUpdated : Aug 24, 2025, 02:33 PM IST
Durand Cup Final 2025

সংক্ষিপ্ত

Durand Cup Final 2025: নর্থইস্ট ইউনাইটেড এফসি-র কোচ জুয়ান পেদ্রো বেনালির মস্তিস্কের কাছে হার মানতে বাধ্য হলেন কিবু ভিকুনা।

Durand Cup Final 2025: বুদ্ধিদীপ্ত ফুটবল, ঠাণ্ডা মাথায় পরিকল্পনার বাস্তবায়ন এবং উপযুক্ত সিদ্ধান্ত (durand cup final 2025)। এই তিন মন্ত্রেই বাজিমাৎ করল নর্থইষ্ট ইউনাইটেড এফসি। নিঃসন্দেহে দুর্দান্ত এবং অনবদ্য ফুটবল উপহার দিল জুয়ান পেদ্রো বেনালির ছেলেরা (durand cup 2025 live score)। 

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার, ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হয় ডায়মন্ডহারবার এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (durand cup 2025 final)। প্রসঙ্গত, ২০২৪ সালেও ডুরান্ড চ্যাম্পিয়ন হয় নর্থইস্ট। স্বাভাবিকভাবেই, তাদের নিয়ে এই বছরও প্রত্যাশা ছিল। সেই প্রত্যশা পূরণ করলেন তারা। ডায়মন্ডহারবার এফসি-কে গোলের মালা পরিয়ে ৬-১ ব্যবধানে ডুরান্ড কাপ জিতে ইতিহাস গড়ল নর্থইস্ট ইউনাইটেড এফসি। 

এই নিয়ে পরপর দুবার। গোল করলেন আশির আখতার, পার্থিব গগৈ, থোই সিং, সামপেরিও জাইরো, অ্যান্ডি এবং আলাদিন আজারাই। উল্টোদিকে ডায়মন্ডহারবারের হয়ে একমাত্র গোলটি করেন লুকা মাজসেন। কার্যত, যুবভারতীতে নর্থইষ্ট ঝড়ে তছনছ হয়ে গেল ডায়মন্ডহারবার। 

নর্থইস্ট ইউনাইটেড এফসি কোচ জুয়ান পেদ্রো বেনালি কী বললেন?

নর্থইস্ট ইউনাইটেড এফসি-র কোচ জুয়ান পেদ্রো বেনালির মস্তিস্কের কাছে হার মানতে বাধ্য হলেন কিবু ভিকুনা। ম্যাচের পর, এশিয়ানেট নিউজ বাংলার প্রশ্নের উত্তরে নর্থইস্ট কোচ জানালেন, “আমার মুখ দেখেই বুঝতে পারবেন। দারুণ অনুভূতি হচ্ছে। ডুরান্ডে ইতিহাস গড়লাম আমরা। নর্থইস্ট একটা সেরা ক্লাব। সেরা মানুষজন। আমরা সমর্থকদের মুখে হাসি ফোটাতে পেরেছি। আমি আশা করি, আরও খুশি করতে পারব। আমরা আইএসএল খেলতে চাই, সুপার কাপ খেলতে চাই, আমরা ফুটবল খেলতে চাই। আর আমার ছেলেরা, তারা অসাধারণ। ওদের এই জয়টা প্রাপ্য।"

এরপর সাংবাদিক সম্মেলনে এসে জানালেন, “জন আব্রাহাম সেরা একজন মানুষ। উনি যে কোনও মুহূর্তে দলের পাশে থাকেন। এইরকম একজন মানুষ, যিনি সবসময় দলের স্বার্থে সিদ্ধান্ত নেন। আমরাও তাঁর পাশে সর্বদা থাকার চেষ্টা করি। হ্যাটস অফ।"

কিন্তু সেমিফাইনালে যেভাবে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডায়মন্ডহারবার ফাইনালে ওঠে, তারপর অনেকেই ভাবতে শুরু করেছিলেন, হয়ত এই ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারে। আর এদিন মাঠে বেশ ভালো সংখ্যায় ডায়মন্ডহারবার সমর্থকরাও উপস্থিত ছিলেন। তবে কম যাননি নর্থইষ্ট সমর্থকরাও। 

তবে ফাইনালে তো হবে মাঠের লড়াই 

আর সেখানেই আসল কাজটি সেরে ফেলল নর্থইষ্ট ইউনাইটেড এফসি। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ। আর সেই অ্যাটাক সামলাতে কার্যত, নাজেহাল অবস্থা হয়ে যায় ডায়মন্ডহারবার ডিফেন্ডারদের। 

 

 

আলাদিন আজারাই, পার্থিব গগৈ, থোই সিংরা যেভাবে মাঝমাঠ এবং উইং দিয়ে আক্রমণ তুলে আনছিলেন, সেই চাপে তখন রীতিমতো দিশেহারা ডায়মন্ডহারবার। সেইসঙ্গে, তাদের জমাটি ডিফেন্স। আশির আখতার এবং জাবাকোরা ডায়মন্ডহারবারের প্রায় সব আক্রমণকেই প্রতিহত করে দিচ্ছিলেন। অন্যদিকে, নর্থইস্ট গোলকিপার গুরমিত এই ম্যাচে অসাধারণ পারফর্ম করেন। এছাড়াও জিতিন এবং রিডিমের কথাও বলতেই হয়। 

মাঝমাঠ থেকে ঠিকানা লেখা পাস, উইং থেকে ক্রস কিংবা মাইনাস, সবদিক দিয়েই এই ম্যাচে ডায়মন্ডহারবারকে নাকানিচোবানি খাইয়েছে নর্থইস্ট। কোনও সন্দেহ নেই, স্মার্ট ফুটবলের যেন অনবদ্য এক নিদর্শন। শুধু কি তাই? রক্ষণভাগ সর্বদা সজাগ ছিল এবং বুঝিয়ে দিল যে, তারা জিততেই মাঠে নেমেছে। সবথেকে বড় বিষয়, নর্থইস্টের উইং দিয়ে একের পর এক আক্রমণ এবং সুযোগ বুঝে কাউন্টার অ্যাটাক। ডায়মন্ডহারবারের গুটিকয়েক আক্রমণ সেইভাবে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। বরং বলা ভালো, নর্থইস্টের দুরন্ত ফুটবলে দিশেহারা ডায়মন্ডহারবার যেন আত্মসমর্পণ করল। 

ম্যাচ শেষে রিডিম লাং এশিয়ানেট নিউজ বাংলাকে বলেন, “খুব ভালো লাগছে। পরপর দুবার চ্যাম্পিয়ন। আমি গর্বিত আবারও চ্যাম্পিয়ন হতে পেরে। এটা পুরোটাই দলগত একটা সাফল্য এবং আমাদের দলের মধ্যে সুন্দর বোঝাপড়ার ফসল। কোঁচ আমাদের যা বলেছিলেন, আমরা সেটাই মাঠে করে দেখিয়েছি।"

গোলকিপার গুরমিত সিং-এর কথায়, “আমরা গর্বিত। দারুণ লাগছে। পরপর দুবার ট্রফি জয়।" 

অন্যদিকে, গোটা প্রতিযোগিতায় দুরন্ত পারফরম্যান্স এবং সবথেকে বেশি গোল করে টপ স্কোরার হিসেবে গোল্ডেন বল ও গোল্ডেন বুট জিতলেন নর্থইস্ট ইউনাইটেডের প্রাণভোমরা আলাদিন আজারাই। আর তিনকাঠির নীচে দুরন্ত সব সেভ করার জন্য গোল্ডেন গ্লাভস জিতলেন নর্থইস্ট গোলকিপার গুরমিত সিং। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?