
NorthEast United FC vs Diamond Harbour FC: ফাইনালে পৌঁছেও শেষরক্ষা হল না। শনিবার ডুরান্ড কাপ ফাইনালে (Durand Cup 2025 Final) নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে একতরফা লড়াইয়ে উড়ে গেল ডায়মন্ড হারবার এফসি। ম্যাচের ফল ৬-১। গতবার মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant) হারিয়ে প্রথমবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এবার বাংলার অপর এক দলকে হারিয়ে খেতাব ধরে রাখল নর্থইস্ট ইউনাইটেড। এই টুর্নামেন্টে পরপর দু'বার বাংলাকে টেক্কা দিল উত্তর-পূর্ব ভারত। এদিন ডায়মন্ড হারবার এফসি-র অনেক সমর্থক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়েছিলেন। সবাই আশা করেছিলেন, বাংলার এই দল প্রথমবার কোনও সর্বভারতীয় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হবে। কিন্তু তাঁদের সেই আশা পূর্ণ হল না। তবে প্রথমবার ডুরান্ড কাপে খেলার সুযোগ পেয়েই রানার্স হওয়া ডায়মন্ড হারবার এফসি-র পক্ষে যথেষ্ট কৃতিত্বের বিষয়।
কোনও টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী দলের ৬ জন ফুটবলার মিলে ৬ গোল করেছেন, এই ঘটনা বিরল। শনিবার সেই ঘটনাই দেখা গেল। ম্যাচের শুরু থেকেই নর্থইস্ট ইউনাইটেডের দাপট থাকলেও, লড়াই করছিল ডায়মন্ড হারবার এফসি। ৩০ মিনিটের মাথায় প্রথম গোল করেন আশির আখতার। প্রথমার্ধের সংযোজিত সময়ে ব্যবধান বাড়ান পার্থিব গগৈ। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ২-০। দ্বিতীয়ার্ধের শুরুতেই নর্থইস্টের জয় নিশ্চিত হয়ে যায়। ৫০ মিনিটে তৃতীয় গোল করেন থোই সিং। ৬৯ মিনিটে ডায়মন্ড হারবার এফসি-র হয়ে ব্যবধান কমান লুকা ম্যায়েচেন। তবে তাতে কোনও লাভ হয়নি। ৮১ মিনিটে নর্থইস্টের হয়ে চতুর্থ গোল করেন জাইরো স্যাম্পেরিও। ৮৬ মিনিটে ব্যবধান বাড়ান অ্যান্ডি। এরপর সংযোজিত সময়ে পেনাল্টি থেকে ষষ্ঠ গোল করেন আলাদিন আলজারি।
১৯৯১ সালের পর প্রথম দল হিসেবে পরপর দু'বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হল নর্থইস্ট ইউনাইটেড এফসি। এক দশকের কিছু বেশি সময় আগে প্রতিষ্ঠিত হয় এই ক্লাব। গতবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে প্রথম ট্রফি জয়ের পর এবারও সাফল্য পেল নর্থইস্ট ইউনাইটেড। ১৯৮৯, ১৯৯০ ও ১৯৯১ সালে পরপর তিনবার ডুরান্ড কাপ জিতেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। তারপর প্রথমবার কোনও দল টানা দ্বিতীয়বার এই টুর্নামেন্ট জিতল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।