বার্ষিক সাধারণ সভায় চেয়ার তুলে মারামারি! এ কোন দৃশ্য শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবে?

শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবের এ কী অবস্থা! 

দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি এবং মারামারি! আর তারপর চেয়ার তুলে রীতিমতো মারামারি শুরু হয়ে গেল। 

আর এই ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্লাব তাঁবুতে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে, চেয়ার তুলে মারামারি শুরু হয়ে যায় দুই গোষ্ঠীর মধ্যে। সূত্রের খবর, নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়েই এই ঝামেলা বলে প্রাথমিক অনুমান একাংশের।

Latest Videos

জানা গেছে, সেই অবস্থা বেশ কিছুক্ষণ চলে। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায়, নির্বাচন কবে হবে সেই নিয়ে প্রশ্ন ওঠে। অবিলম্বে কেন নির্বাচন করা হচ্ছে না, সেই প্রশ্ন তোলেন সৃঞ্জয় বোস। কিন্তু বর্তমান সচিব দেবাশীষ দত্ত তার উত্তরে নির্বাচন আরও পরে হবে বলে জানান।

আর তখনই আচমকা গন্ডগোল লেগে যায়। একে অপরের দিকে চেয়ার নিয়ে তেড়ে যান। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে পরিস্থিতি কার্যত, হাতের বাইরে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, দেবাশীষ দত্ত এবং সৃঞ্জয় বোস গোষ্ঠীর মধ্যেই মূলত গন্ডগোল বাঁধে। যদিও সেই বিষয় নিয়ে একদমই মুখ খোলেননি ক্লাবের দুই কর্তা। আর এই উত্তেজনার পরিস্থিতির সময়, গন্ডগোল না করার জন্য অনুরোধ করেন দেবাশীষ দত্ত।

এজিএম থেকে বেরিয়ে মোহনবাগানের এক সদস্য জানান, “এটা একটা ফুটবল ক্লাব। আমাদের কাছে এটা মন্দির। তাই এইভাবে গন্ডগোল করা উচিত নয়।”

দল আইএসএল-এ দুর্দান্ত খেলছে, আছে লিগ শীর্ষে। কিন্তু ক্লাব রাজনীতির পরিবেশ যেন একেবারেই সুখকর নয়। এটাও কি বাংলার ফুটবলে কাম্য? প্রশ্ন তুলছেন অনেকেই।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সাজা ঘোষণা সোমবার | RG Kar case update today | Sanjay Roy
'যা করার প্রথম পাঁচ দিনে করে দিয়েছে মমতার পুলিশ', সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হতেই মন্তব্য সুকান্তর
স্কুলে যাওয়ার জন্য ডাকতেই চোখের সামনে আসলো ভয়ানক দৃশ্য! শেষে নিজের মায়ের হাতেই এইরকম হলো | Canning
রায় ঘোষণার পর কোর্টে চিৎকার! বিচারকের সামনে বিস্ফোরক দাবী সঞ্জয়ের | RG Kar latest news | RG Kar Case
জেটির মজা নিচ্ছেন King Kohli, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral