ISL: এবার মোহনবাগানের সামনে জামশেদপুর! মোলিনা বলছেন, 'সতর্ক আছি কিন্তু ভীত নই'

মোট ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে, লিগের অন্যান্য দলের তুলনায় প্রায় ধরা ছোঁয়ার বাইরেই চলে গেছে মোহনবাগান। 

মোহনবাগানের রণতরী যেন ছুটেই চলেছে অনবরত। আইএসএল-এ রীতিমতো অশ্বমেধের ঘোড়া হয়েই ছুটছে সবুজ মেরুন ব্রিগেড।

মোট ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে, লিগের অন্যান্য দলের তুলনায় প্রায় ধরা ছোঁয়ার বাইরেই চলে গেছে মোহনবাগান। তবে টানা দ্বিতীয়বার শিল্ড জয়ের ক্ষেত্রে কোনও ঝুঁকিই নিতে চাইছেন না কোচ জোসে মোলিনা। তাই শুক্রবার, জামদেশপুর এফসি ম্যাচের আগে যথেষ্ট সতর্ক রয়েছেন তিনি। সেইসঙ্গে, সতর্ক গোটা দলও।

বৃহস্পতিবার সকালে, যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন করে দুপুরে বাসে করে জামশেদপুর পৌঁছে গেছে মোহনবাগান। লিগ টেবিল অনুযায়ী, এক বনাম চারের লড়াই। তবে সেই তথ্য নিয়ে বাড়তি কিছু ভাবতে নারাজ জোসে মোলিনা। কারণ, শেষ তিনটি ম্যাচে কেরালা ব্লাস্টার্স, বেঙ্গালুরু এফসি এবং মুম্বই সিটি এফসি-র মতো প্রতিপক্ষকে হারিয়ে দিয়েছে জামশেদপুর এফসি।

তাছাড়া এবার ঘরের মাঠে খালিদ জামিলের দল মাত্র একটি ম্যাচে পরাজিত হয়েছে। তারা আটটি ম্যাচের মধ্যে জিতেছে সাতটিতেই। তাই সবুজ মেরুনের মুখোমুখি হওয়ার আগে খালিদ নিজেও উল্লেখ করছেন ঘরের মাঠে তাদের পারফরম্যান্সের কথা। তাঁর কথায়, “সমর্থকদের সামনে আমরা সবসময়ই তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে লড়াই করি। দল যদি ফোকাস ধরে রাখতে পারে, তবে না জেতার কোনও কারণই নেই।”

স্বাভাবিকভাবেই নিজেদের অ্যাওয়ে ম্যাচ নিয়ে বেশ সতর্ক রয়েছেন মোলিনা। তাঁর পরিষ্কার বার্তা, “নিজেদের গড়ে জামশেদপুর কার্যত অপ্রতিরোধ্য। মাত্র একটা হোম ম্যাচ হেরেছে, বাকি সবগুলিই জিতেছে। তাই তাদের বিরুদ্ধে জিততে নিজেদের সেরা পারফরম্যান্সটাই আমাদের করতে হবে। অতএব, ম্যাচটিকে হালকাভাবে নেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।” তবে এই ম্যাচেও জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী মোলিনা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : 'কোন রাগ মেটাচ্ছেন মাননীয়া?' মমতার খেলা ধরে ফেলে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর
Sundarbans-এ ফের বাঘের ভয়াল থাবা! উদ্ধার করেও গেল না বাঁচানো, গোটা গ্রামে শোকের ছায়া
PM Modi Live: দেশবাসীর জন্য নতুন স্কীম মোদীর, দেখুন সরাসরি
স্ত্রীর মৃত্যুর বেদনা সহ্য করতে না পেরে এ কী করলো স্বামী! চাঞ্চল্য Nadia-র Krishnanagar-এ, দেখুন
Narendra Modi : দূষণ কমাতে বড় পদক্ষেপ প্রধানমন্ত্রী মোদীর, দেখুন কী বলছেন তিনি