Copa America 2024 Brazil Vs Costa Rica Updates: কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে কোপা আমেরিকা শুরু ব্রাজিলের

গতবার কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যায় ব্রাজিল। এবার কি খেতাব জিততে পারবে সেলেকাও ব্রিগেড? সারা বিশ্বে ছড়িয়ে থাকা ব্রাজিল সমর্থকরা খুব বেশি আশাবাদী হতে পারছেন না।

Soumya Gangully | Published : Jun 25, 2024 12:43 AM IST / Updated: Jun 25 2024, 08:30 AM IST

# কোপা আমেরিকার প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করল ব্রাজিল।

# ৫ মিনিট সংযোজিত সময় দিলেন রেফারি।

Latest Videos

# ৮৩ মিনিটে তৃতীয় পরিবর্তন ব্রাজিলের। জোয়াও গোমেজের পরিবর্তে মাঠে এলেন গ্যাব্রিয়েল মার্টিনেলি।

# ৮০ মিনিটে হলুদ কার্ড দেখলেন ব্রাজিলের ডিফেন্ডার এডার মিলিটাও।

# ৭৫ মিনিটে প্রথম কর্নার কিক পেল কোস্টারিকা। তবে সহজেই সেই আক্রমণ প্রতিহত করল ব্রাজিলের রক্ষণ।

# ৭০ মিনিটে জোড়া পরিবর্তন ব্রাজিলের। রাফিনহার বদলে মাঠে নামলেন এনড্রিক, ভিনিসিয়াস জুনিয়রের পরিবর্তে মাঠে এলেন স্যাভিও।

# ৬৩ মিনিটে ফাঁকায় বল পেয়েও গোল করতে পারলেন না লুকাস পাকুয়েতা। তাঁর শট বাইরে চলে গেল।

# ৬১ মিনিট পেরিয়ে গেল ম্যাচ। কোস্টারিকার উপর চাপ তৈরি করলেও, গোল পাচ্ছে না ব্রাজিল।

# ৫২ মিনিটে কোস্টারিকার বক্সে ক্রস ভিনিসিয়াস জুনিয়রের। কিন্তু ব্রাজিলের কোনও ফুটবলারই সেই বলের নাগাল পেলেন না।

# ৪৭ মিনিটে পরপর ২ বার কর্নার কিক পেল ব্রাজিল। কিন্তু কোনও সুযোগই কাজে লাগল না।

# শুরু দ্বিতীয়ার্ধের খেলা। দ্রুত গোল পাওয়ার লক্ষ্যে ব্রাজিল।

# প্রথমার্ধের খেলা শেষ। এখনও গোলশূন্য ম্যাচ।

# অল্পের জন্য বারের উপর দিয়ে চলে গেল রডরিগোর শট। গোলের সুযোগ হারাল ব্রাজিল।

# শেষের দিকে প্রথমার্ধের খেলা। ৪ মিনিট সংযোজিত সময় দিলেন রেফারি।

# অফসাইডের জন্য বাতিল ব্রাজিলের গোল। ভিএআর-এর সাহায্য নিয়ে সিদ্ধান্ত রেফারির। ক্ষুব্ধ ব্রাজিল শিবির।

# ৩০ মিনিটে রডরিগোর ফ্রি-কিক থেকে মার্কুইনহোসের গোল। কোস্টারিকার বিরুদ্ধে ১-০ এগিয়ে ব্রাজিল।

# ২৫ মিনিটে দুর্দান্ত শট নেন রাফিনহা। কিন্তু তাঁর শট সেভ করে দেন কোস্টারিকার গোলকিপার প্যাট্রিক সিকুইয়েরা।

# ২৩ মিনিটে কোস্টারিকার বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়াস জুনিয়র। তিনি পড়ে যান। কিন্তু পেনাল্টি দেননি রেফারি।

# ২২ মিনিটে বক্সের মধ্যে ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে বল পেয়ে শট নেন লুকাস পাকুয়েতা। কিন্তু তাঁর শট বাইরে চলে যায়।

# ম্যাচ যত এগোচ্ছে ততই কোস্টারিকার রক্ষণে চাপ তৈরি করছে ব্রাজিল। যে কোনও মুহূর্তে গোল পেয়ে যেতে পারেন রডরিগোরা।

# ১৫ মিনিটে ড্যানিলোর ক্রস বিপদমুক্ত করে দিলেন কোস্টারিকার ডিফেন্ডাররা। কর্নার কিক পেল ব্রাজিল।

# ১২ মিনিটে বক্সে ঢুকে দুরন্ত শট নেন রডরিগো। কিন্তু তাঁর শট অল্পের জন্য বাইরে চলে গেল।

# ১১ মিনিটে ভালো জায়গায় বল পেয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু তাঁর শট ব্লক করে দিলেন কোস্টারিকার ডিফেন্ডাররা।

# ১০ মিনিট পেরিয়ে গেল। ছোট ছোট পাসে আক্রমণের চেষ্টা করছে ব্রাজিল।

# ৭ মিনিটে একক দক্ষতায় বল নিয়ে কোস্টারিকার রক্ষণকে চ্যালেঞ্জ ছুড়ে দেন রডরিগো। তবে তাঁর শট সেভ করে দেন কোস্টারিকার গোলকিপার প্যাট্রিক সিকুইয়েরা। কর্নার কিক কাজে লাগাতে পারল না ব্রাজিল।

# চলছে ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ। প্রথম ৫ মিনিটে কোনও গুরুত্বপূর্ণ মুভমেন্ট দেখা যায়নি। তবে ইতিমধ্যেই একাধিক ফাউল হয়েছে। শুরু থেকেই চড়া মেজাজে চলছে ম্যাচ।

# কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচে ব্রাজিলের প্রথম একাদশে আছেন- অ্যালিসন বেকার, ড্যানিলো, মার্কুইনহোস, এডার মিলিটাও, গিলহেরমে আরানা,  ব্রুনো গিমেরেস, জোয়াও গোমস, রাফিনহা, লুকাস পাকুয়েতা, রডরিগো ও ভিনিসিয়াস জুনিয়র।

আর্জেন্টিনা ও উরুগুয়ে আগেই মাঠে নেমে পড়েছে। এবার ব্রাজিলও কোপা আমেরিকা অভিযান শুরু করল। কোপা আমেরিকায় প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কোস্টারিকা। এই ম্যাচ জিতে ভালোভাবে কোপা আমেরিকা অভিযান শুরু করাই রাফিনহা, ড্যানিলোদের লক্ষ্য। তবে কোস্টারিকার বিরুদ্ধে খেলতে পারছেন না ব্রাজিলের অন্যতম ভরসা নেইমার জুনিয়র। তাঁকে ছাড়াই কোপা আমেরিকার প্রথম ম্যাচে খেলতে হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এই ম্যাচে ব্রাজিলের ভরসা ভিনিসিয়াস জুনিয়র, রডরিগো। সারা বিশ্বের ব্রাজিল সমর্থকরা এই ম্যাচের দিকে তাকিয়ে। সবারই আশা, ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াবে সেলেকাও। ফের দেখা যাবে জোগো বোনিতো।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'পূজা হতে দেব না,' হিন্দুদের হুমকি বাংলাদেশের মৌলবাদীদের | Bangladesh News
সাগর দত্তের নার্সিং স্টাফদের আর জি কর করে দেওয়ার হুমকি, প্রতিবাদে MSVP-কে ঘিরে বিক্ষোভ | Agitation
'ডাক্তারদের জন্যই আমার বাচ্চাটা চলে গেল!' কি ঘটেছিল Sagar Dutta Medical-এ? দেখুন
আর একটু বাকি! ফুঁসছে নদী, রাস্তার উপর দিয়ে বইছে জল, আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতি Alipurduar Flood
Daily Horoscope Live: ২৮ সেপ্টেম্বর শুক্রবার সঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে, দেখুন জ্যোতিষ কথা