Copa America: গোল পেলেন মেসি, কানাডাকে উড়িয়ে কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনা

ফুটবল দুনিয়ায় আর্জেন্টিনার জয়যাত্রা অব্যাহত। গতবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে যে সোনালি অধ্যায় শুরু হয়েছে, তা এবারের কোপা আমেরিকাতেও চলছে।

কানাডাকে সহজেই ২-০ উড়িয়ে কোপা আমেরিকা ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। এবারের কোপা আমেরিকায় এর আগে গোল না পেলেও, সেমি-ফাইনালে গোল পেলেন লিওনেল মেসি। অপর গোল করলেন জুলিয়ান আলভারেজ। ফলে সহজ জয় পেল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় সেমি-ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে উরুগুয়ে। যে দল জিতবে তাদের বিরুদ্ধে ফাইনাল খেলবেন মেসিরা। কোপা আমেরিকায় সবচেয়ে সফল দুই দল আর্জেন্টিনা ও উরুগুয়ে। ফাইনালে এই দুই দলের লড়াই হলে দুর্দান্ত ম্যাচ দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা। পরপর দু'বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হতে পারলে অসাধারণ নজির গড়বে আর্জেন্টিনা। সেই লক্ষ্যেই ফাইনালে খেলতে নামবেন মেসিরা।

নতুন নজির আর্জেন্টিনার

Latest Videos

কোপা আমেরিকায় ৩১ বছর পর চ্যাম্পিয়ন দল হিসেবে ফাইনালে পৌঁছল আর্জেন্টিনা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিরুদ্ধে সেরকম কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারল না কানাডা। ম্যাচের আগে লড়াই করার কথা বলেছিলেন কানাডার তারকা আলফন্সো ডেভিস। কিন্তু বাস্তবে তাঁদের লড়াই দেখা গেল না। ২২ মিনিটে আলভারেজ প্রথম গোল করার পর ৫১ মিনিটে দ্বিতীয় গোল করেন মেসি। এরপরেই আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়ে যায়।

কোপা আমেরিকায় ১৪ গোল মেসির

কোপা আমেরিকায় এখনও পর্যন্ত ১৪ গোল করেছেন মেসি। ৮ বছর পর কোপা আমেরিকা সেমি-ফাইনালে গোল হজম না করে ফাইনালে পৌঁছলেন মেসিরা। এর আগে ২০১৬ সালের কোপা আমেরিকা সেমি-ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গোল না খেয়ে জয় পেয়েছিল আর্জেন্টিনা। ১৯৯৪ সালের বিশ্বকাপে রোমানিয়ার কাছে হেরে ছিটকে যাওয়ার পর থেকে গত ৩ দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ৯০ মিনিটের মধ্যে কোনও ম্যাচে হারেনি আর্জেন্টিনা। ফাইনালেও এই রেকর্ড ধরে রাখাই মেসিদের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Lionel Messi: কয়েক মাসের অপেক্ষা, ফের কলকাতায় আসছেন লিওনেল মেসি! উত্তেজনার প্রহর গুনছেন ফুটবলপ্রেমীরা

Copa America: ১০ জনের উরুগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে হার, কোপা আমেরিকা থেকে বিদায় ব্রাজিলের

Netherlands vs Türkiye: তুরস্কের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয়, ইউরো কাপের সেমি-ফাইনালে নেদারল্যান্ডস

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের