Copa America: কোপা আমেরিকা সেমি-ফাইনালে হেরে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারপিট উরুগুয়ের ফুটবলারদের, ভাইরাল ভিডিও

লাতিন আমেরিকার ফুটবলারদের মতোই ফুটবলপ্রেমীদের মধ্যেও সবসময় আবেগ, উত্তেজনা দেখা যায়। কোপা আমেরিকা সেমি-ফাইনালে উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচে সেটাই দেখা গেল।

কোপা আমেরিকা ফাইনালে উরুগুয়ে-আর্জেন্টিনা লড়াই দেখার অপেক্ষায় ছিল সারা বিশ্ব। কিন্তু সেটা হচ্ছে না। সেমি-ফাইনালে কলম্বিয়ার কাছে ০-১ হেরে গেল উরুগুয়ে। পুরো দ্বিতীয়ার্ধ ১০ জনে খেলেও জয় পেল কলম্বিয়া। ৩৯ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন জেফারসন লেরমা। সেই গোল আর শোধ করতে পারল না উরুগুয়ে। হারের পর মাথা গরম করে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারপিটে জড়িয়ে পড়লেন উরুগুয়ের তারকা ফুটবলার ডারউইন নুনেজ। তিনি কলম্বিয়ার এক সমর্থককে ঘুঁষি মারেন। নুনেজের কয়েকজন সতীর্থও গ্যালারিতে উঠে বিপক্ষ দলের সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। লিভারপুলের তারকা নুনেজের দাবি, তাঁর পরিবার সম্পর্কে অপমানজনক মন্তব্য করেন কলম্বিয়ার সমর্থকরা। এই কারণেই ঝামেলা শুরু হয়।

প্ররোচনা থেকেই শুরু মারপিট

Latest Videos

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাচ শেষ হওয়ার পর উরুগুয়ের ফুটবলাররা যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন তাঁদের দিকে টুপি, পানীয়র ক্যান ছুড়তে থাকেন কলম্বিয়ার সমর্থকরা। তাঁরা গালিগালাজ, কটূক্তিও করতে থাকেন। এরপরেই মাথা গরম করে গ্যালারিতে উঠে যান নুনেজ। তিনি কলম্বিয়ার কয়েকজন সমর্থকের সঙ্গে মারপিট শুরু করে দেন। সেই সময় নুনেজের সঙ্গে ছিলেন বার্সেলোনার তারকা রোনাল্ড আরাউয়ো, অ্যাটলেটিকো মাদ্রিদের হোসে মারিয়া গিমেনেজ। গ্যালারিতে মারপিট হচ্ছে দেখে ছুটে যান নিরাপত্তারক্ষীরা। স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশকর্মীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গ্যালারিতে উঠে যান। কিছুক্ষণ পর মারপিট থামে। গ্যালারি থেকে মাঠে নেমে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন উরুগুয়ের ফুটবলাররা।

 

 

পুলিশকে তোপ গিমেনেজের

উরুগুয়ের অধিনায়ক গিমেনেজের দাবি, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। একজন পুলিশ অফিসারও ছিলেন না। একঘণ্টা পর পুলিশ অফিসাররা আসেন। আমরা নিজেরাই সম্মানরক্ষার জন্য লড়াই করছিলাম।’ এই ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Lionel Messi: সামনে শুধু রোনাল্ডো, আন্তর্জাতিক ম্যাচে গোলের সর্বকালীন রেকর্ড ভাঙতে পারবেন মেসি?

Copa America: গোল পেলেন মেসি, কানাডাকে উড়িয়ে কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনা

England vs Netherlands: নেদারল্যান্ডসের বিরুদ্ধে নাটকীয় জয়, টানা দ্বিতীয়বার ইউরো কাপ ফাইনালে ইংল্যান্ড

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury