England vs Netherlands: নেদারল্যান্ডসের বিরুদ্ধে নাটকীয় জয়, টানা দ্বিতীয়বার ইউরো কাপ ফাইনালে ইংল্যান্ড

Published : Jul 11, 2024, 02:38 AM ISTUpdated : Jul 11, 2024, 02:59 AM IST
Watkins

সংক্ষিপ্ত

এখনও পর্যন্ত একবারও ইউরো কাপ চ্যাম্পিয়ন হতে পারেনি ইংল্যান্ড। তবে এবার সেই সুযোগ রয়েছে। যদিও ফাইনালে স্পেনের বিরুদ্ধে লড়াই একেবারেই সহজ হবে না।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড। এর ফলে টানা দ্বিতীয়বার ইউরো কাপ ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। গত ইউরো কাপ ফাইনালে নিজেদের ঘরের মাঠ ওয়েম্বলি স্টেডিয়ামে টাইব্রেকারে ইটালির কাছে হেরে রানার্স হয় ইংল্যান্ড। এবার ফাইনালে স্পেনের মুখোমুখি হবেন হ্যারি কেনরা। দুরন্ত ফর্মে থাকা স্পেনের বিরুদ্ধে লড়াই অত্যন্ত কঠিন। তবে নেদারল্যান্ডসও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছিল। সেই দলকে হারিয়ে দেওয়ার পর ইংল্যান্ড দলের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। ফাইনালে লড়াই করতে তৈরি ফিল ফডেন, জুড বেলিংহ্যামরা। তাঁরা এবার দলকে চ্যাম্পিয়ন করতে তৈরি।

নাটকীয় ম্যাচে ইংল্যান্ডের জয়

ইউরো কাপ সেমি-ফাইনালে সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে ইংল্যান্ড। অসাধারণ শটে জালে বল জড়িয়ে দেন নেদারল্যান্ডসের তরুণ উইঙ্গার জাভি সিমন্স। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি ইংল্যান্ড। ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান কেন। এরপর কোনও দলই গোল করতে পারছিল না। সারা মাঠ ধরে নিয়েছিল, অতিরিক্ত সময়ে গড়াচ্ছে ম্যাচ। কিন্তু ৯০ মিনিটে গোল করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন অলি ওয়াটকিনস।

নতুন নজির কেনের

ইউরো কাপ সেমি-ফাইনালে গোল করে নতুন নজির গড়লেন ইংল্যান্ডের অধিনায়ক কেন। তিনি এই টুর্নামেন্টের ইতিহাসে নক-আউট পর্যায়ে সর্বাধিক ষষ্ঠ গোল করলেন। অন্য কোনও ফুটবলার ইউরো কাপের নক-আউট পর্যায়ে এত গোল করতে পারেননি। বিশ্বকাপ ও ইউরো কাপের নক-আউট পর্যায় মিলিয়ে ৯ গোল করে ফেলেছেন কেন। এক্ষেত্রে ইউরোপের ফুটবলারদের মধ্যে তিনি সবার আগে। ৮৯ মিনিট ৫৯ সেকেন্ডে জয়সূচক গোল করেন ওয়াটকিনস। ইউরো কাপের ইতিহাসে সেমি-ফাইনালে নির্ধারিত সময়ের মধ্যে এত দেরিতে অন্য কোনও ফুটবলার গোল করতে পারেননি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে এই একবারই গোলে শট নিতে সক্ষম হন ইংল্যান্ডের কোনও ফুটবলার। এই শটই জয় এনে দিল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Kylian Mbappe: রিয়াল মাদ্রিদে কত নম্বর জার্সি পরবেন কিলিয়ান এমবাপে? প্রকাশিত ছবি

Lionel Messi: সামনে শুধু রোনাল্ডো, আন্তর্জাতিক ম্যাচে গোলের সর্বকালীন রেকর্ড ভাঙতে পারবেন মেসি?

Copa America: গোল পেলেন মেসি, কানাডাকে উড়িয়ে কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনা

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?