Copa America Final Updates: কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

দীর্ঘ বিলম্বের পর শুরু হয়েছে কোপা আমেরিকা ফাইনাল। আর্জেন্টিনা-কলম্বিয়ার লড়াই চলছে। মাঠের বাইরে বিশৃঙ্খলা, সংঘর্ষ হলেও, স্টেডিয়ামের মধ্যে তার প্রভাব দেখা গেল না।

# কোপা আমেরিকা ফাইনালই আর্জেন্টিনার হয়ে অ্যাঞ্জেল ডি মারিয়ার শেষ ম্যাচ ছিল। দলকে চ্যাম্পিয়ন করেই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে গেলেন এই তারকা।

# কোপা আমেরিকা ফাইনাল শেষে লিওনেল মেসির চোখে জল। নিজে পুরো সময় খেলতে না পারলেও, দল চ্যাম্পিয়ন হওয়ায় খুশি আর্জেন্টিনার অধিনায়ক।

Latest Videos

# কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কলম্বিয়ার বিরুদ্ধে ফাইনালে ১-০ জয় আর্জেন্টিনার।

# ১১২ মিনিটে লাউতারো মার্টিনেজের গোল। কলম্বিয়ার বিরুদ্ধে ১-০ এগিয়ে আর্জেন্টিনা।

# ২০১৬ সালে কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনা-চিলি ম্যাচ টাইব্রেকারে গড়িয়েছিল। এবারও সেই সম্ভাবনা বাড়ছে।

# অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা শেষ। এখনও গোলশূন্য কোপা আমেরিকা ফাইনাল। 

# কোপা আমেরিকার নক-আউট পর্যায়ের সব ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের পর সরাসরি টাইব্রেকার হলেও, ফাইনালের জন্য ৩০ মিনিট অতিরিক্ত সময়ের ব্যবস্থা করা হয়েছে।

# নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে গোল হল না। অতিরিক্ত সময়ে গড়াল কোপা আমেরিকা ফাইনাল।

# নির্ধারিত সময়ের খেলা শেষ। ৪ মিনিট সংযোজিত সময়ের খেলা চলছে।

# ৮৮ মিনিটে সহজ সুযোগ নষ্ট করলেন নিকোলাস গঞ্জালেজ। অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রস থেকে ফাঁকায় বল পেয়েও তিন কাঠির মধ্যে বল রাখতে ব্যর্থ হলেন গঞ্জালেজ। এই গোল হলে ম্যাচ জিতে যেত আর্জেন্টিনা। 

# নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পথে। এখনও গোল করতে পারল না আর্জেন্টিনা-কলম্বিয়া।

# ৭৬ মিনিটে গোল করে ফেলেছিলেন আর্জেন্টিনার নিকোলাস গঞ্জালেজ। কিন্তু অফসাইডের জন্য বাতিল হয়ে গেল সেই গোল।

# ৭৪ মিনিটে পেনাল্টির দাবি জানিয়েছিল কলম্বিয়া। তবে ভিএআর-এর সাহায্য নিয়ে রেফারি জানিয়ে দেন, পেনাল্টি নয়।

# চোট পেয়ে ৭২ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হলেন গঞ্জালো মন্টিয়েল। তাঁর পরিবর্তে মাঠে নামলেন নাহুয়েল মলিনা।

# লিওনেল মেসি চোট পেয়ে মাঠ ছাড়ার পর অনেকটাই চাপমুক্ত হয়ে গিয়েছে কলম্বিয়ার রক্ষণ। ফলে চাপে পড়ে গিয়েছে আর্জেন্টিনা।

# চোটের জন্য ৬৬ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হলেন লিওনেল মেসি। তাঁর পরিবর্তে মাঠে নেমেছেন নিকোলাস গঞ্জালেজ।

# ৬৪ মিনিটে চোট পেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে তাঁর চোট গুরুতর নয় বলেই আশা করা হচ্ছে।

# ৫৮ মিনিটে একক দক্ষতায় কলম্বিয়ার বক্সে ঢুকে পড়ে শট নেওয়ার চেষ্টা করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। কিন্তু তাঁর শট ঠিকমতো হল না।

# ৫৪ মিনিটে সহজ সুযোগ নষ্ট কলম্বিয়ার ডেভিনসন স্যানচেজের। তাঁর হেড বারের উপর দিয়ে চলে গেল।

# ৪৯ মিনিটে সহজ সুযোগ নষ্ট করলেন আর্জেন্টিনার তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। বক্সে ফাঁকায় বল পেয়ে শট নেন তিনি। তবে সহজেই সেই শট বাঁচিয়ে দেন কলম্বিয়ার গোলকিপার ক্যামিলো ভার্গাস। সতীর্থদের পাস দিলে ভালো করতেন ডি মারিয়া।

# ৪৮ মিনিটে গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল কলম্বিয়া। বক্সে বল পেয়ে ভলি মারেন স্যান্তিয়াগো আরিয়াস। কিন্তু সেই ভলি অল্পের জন্য গোলের বাইরে চলে যায়। বল তিন কাঠির মধ্যে থাকলে অসাধারণ গোল হত।

# দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ কলম্বিয়ার। বক্সে বল ভাসান ডেভিনসন স্যানচেজ। তবে সেই বল ধরতে সমস্যা হয়নি আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের।

# কোপা আমেরিকা ফাইনালে দ্বিতীয়ার্ধের খেলা শুরু। দ্রুত গোল পাওয়ার লক্ষ্যে লিওনেল মেসিরা।

# মাঠের বাইরে সংঘর্ষ-বিশৃঙ্খলা তৈরি হলেও, ভালোভাবেই চলছে কোপা আমেরিকা ফাইনাল। এখনও পর্যন্ত চড়া মেজাজের ম্যাচ হয়নি। চোরাগোপ্তা ফাউলও দেখা যায়নি। দুর্দান্ত লড়াই দেখা যাচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। গ্যালারির অবস্থাও শান্ত। 

# প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট আর্জেন্টিনা-কলম্বিয়ার। ম্যাচের ২০ মিনিটে বক্সের মধ্যে ভালো জায়গায় বল পেয়ে গিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু তাঁর শট সতীর্থর গায়ে লেগে ফিরে আসে। ৩৩ মিনিটে দূরপাল্লার শট নেন কলম্বিয়ার জেফারসন লেরমা। অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে সেই শট সেভ করে দেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।

# কোপা আমেরিকা ফাইনালে প্রথমার্ধের খেলা শেষ। এখনও গোলশূন্য ম্যাচ।

# কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে সমানতালে লড়াই চালিয়ে যাচ্ছে কলম্বিয়া। এখনও কোনও দলই গোল করতে পারেনি।

কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনা-কলম্বিয়া লড়াই চলছে। ম্যাচ শুরু হওয়ার আগে মাঠের বাইরে সংঘর্ষের জেরে আতঙ্ক ছড়ায়। নির্ধারিত সময়ের ৮২ মিনিট পর শুরু হয়েছে ম্যাচ। বারবার পিছিয়ে যায় ম্যাচ। ফলে ফুটবলারদের সমস্যায় পড়তে হয়। প্রথমে ঠিক ছিল, ভারতীয় সময় অনুযায়ী ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচ। এরপর জানানো হয়, সকাল ৬টায় শুরু হবে ম্যাচ। কিন্তু তারপর আবার পিছিয়ে যায় কিক-অফ। জানানো হয়, সকাল ৬টা বেজে ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ। শেষপর্যন্ত ৬টা বেজে ৫২ মিনিটে শুরু হয়েছে ম্যাচ। ফলে ফুটবলারদের বারবার ওয়ার্ম-আপ করতে হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari