মার্কিন যুক্তরাষ্ট্রে কি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না? ডোনাল্ড ট্রাম্পের প্রচার সভায় গুলির পর কোপা আমেরিকা ফাইনালেও যে পরিস্থতি তৈরি হল, তাতে এই প্রশ্ন উঠছে।
ভারতীয় সময় অনুযায়ী সোমবার সকাল সাড়ে পাঁচটায় কোপা আমেরিকা ফাইনাল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মাঠের বাইরে দফায় দফায় বিশৃঙ্খল পরিস্থিতির জন্য পিছিয়ে দেওয়া হল আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচ। প্রথমে জানানো হয়, আধঘণ্টা দেরিতে শুরু হবে ম্যাচ। পরে জানানো হয়, আরও ৪৫ মিনিট পিছিয়ে দেওয়া হচ্ছে ম্যাচ। শেষপর্যন্ত জানানো হয়, ভারতীয় সময় অনুযায়ী সকাল ৬টা বেজে ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ। আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘আমরা জানিয়ে দিতে চাই, টিকিট ছাড়া কাউকে স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না। যাঁদের কাছে বৈধ টিকিট আছে, শুধু তাঁদেরই স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে।’
৮২ মিনিট দেরিতে শুরু ম্যাচ
নির্ধারিত সময়ের ৮২ মিনিট পর শুরু হল কোপা আমেরিকা ফাইনাল। ভারতীয় সময় অনুযায়ী সকাল ৬টা বেজে ৫২ মিনিটে কিক-অফ হল। এই ঘটনায় আয়োজকদের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। অনেকে বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম বড়মাপের প্রতিযোগিতা আয়োজন করাই উচিত নয়। এবারের কোপা আমেরিকা চলাকালীন নানা অব্যবস্থার অভিযোগ উঠেছে। কিন্তু ফাইনালে যে পরিস্থিতি তৈরি হল, তাতে সারা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ বলা হয়। সেখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক বড়াই করা হয়। কিন্তু সেখানেই এরকম বিশৃঙ্খলা, সংঘর্ষ দেখা গেল।
স্টেডিয়ামের বাইরে চরম বিশৃঙ্খলা
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, দর্শকরা স্টেডিয়ামের একাংশ ভেঙে সেখান দিয়ে গ্যালারিতে ওঠার চেষ্টা করছেন। অনেকে আবার গেট টপকে স্টেডিয়ামের মধ্যে ঢুকে পড়েন। নিরাপত্তারক্ষীদের সঙ্গে দর্শকদের একাংশের সংঘর্ষ শুরু হয়। অনেকে আহতও হয়েছেন। রক্তাক্ত অবস্থায় অনেক দর্শককে স্টেডিয়ামের বাইরে বসে অঝোরে কাঁদতে দেখা গিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Euro Cup: রুদ্ধশ্বাস ফাইনালে ব্রিটিশ বধ স্পেনের, ২-১ গোলে জয় নিকো-ইয়ামালদের