
Copa del Rey final Barcelona vs Real Madrid: শনিবার ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে হতে চলেছে কোপা ডেল রে ফাইনাল (Copa del Rey final)। মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ (Barcelona vs Real Madrid)। এই দুই দলের লড়াই এল ক্লাসিকো (El Clasico) নামে পরিচিত। বিশ্ব ফুটবলে ব্রাজিল বনাম আর্জেন্টিনা (Brazil vs Argentina) ম্যাচ যেমন সবসময় সম্মানের লড়াই, তেমনই ক্লাব ফুটবলে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ লড়াই। চলতি মরসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) এবং লা লিগা (La Liga) জেতার লড়াইয়ে আছে বার্সা। রিয়াল মাদ্রিদ ইতিমধ্যেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছে। লা লিগাতেও পিছিয়ে রিয়াল। ফলে তারা কোপা ডেল রে খেতাব জিততে মরিয়া। অন্যদিকে, একই মরসুমে চারটি ট্রফি জেতার সুযোগ হাতছাড়া করতে নারাজ বার্সা। ফলে শনিবার রাতে দুর্দান্ত লড়াই দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া।
এখনও পর্যন্ত ৩১ বার কোপা ডেল রে জিতেছে বার্সা। ২০২১ সালের পর এবারই প্রথমবার এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছে বার্সা। এবার ৩২-তম খেতাব জিততে মরিয়া তারা। এখনও পর্যন্ত ২০ বার কোপা ডেল রে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। ২০২৩ সালে শেষবার এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে ওসাসুনাকে (Osasuna) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল। ফলে তারা আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামছে। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে বার্সা। তারা রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ স্যান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগা ম্যাচে ৪-০ জয় পেয়েছে। তার আগে এ বছরের শুরুতে সুপারকোপায় রিয়ালকে ৫-২ উড়িয়ে দেয় বার্সা। ফলে শনিবার রাতে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
ভারতীয় সময় অনুযায়ী শনিবার রাত দেড়টায় শুরু হবে কোপা ডেল রে ফাইনাল। স্পেনের সেভিয়ের লা কার্তুজা স্টেডিয়ামে এই ম্যাচ হবে। ভারতে কোনও টেলিভিশন চ্যানেলে এই ম্যাচ দেখা যাবে না। তবে ফ্যানকোড অ্যাপ, ওয়েবসাইটে সরাসরি এই ম্যাচ দেখা যাবে। সারা ভারতের ফুটবলপ্রেমীরা শনিবার রাত জাগতে তৈরি।
হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য কোপা ডেল রে ফাইনালে বার্সার হয়ে খেলতে পারছেন না তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। তাঁর অনুপস্থিতিতে ফেরান টোরেসকে (Ferran Torres) বাড়তি দায়িত্ব নিতে হবে। তিনি এই টুর্নামেন্টে যুগ্মভাবে সবচেয়ে বেশি গোল করেছেন। শনিবার রাতেও গোল করে দলকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে খেলতে নামছেন টোরেস। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ দলে ফিরছেন তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। ফ্রান্সের এই তারকা স্ট্রাইকার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালে আর্সেনালের (Arsenal) বিরুদ্ধে ম্যাচে চোট পান। তবে তিনি এখন ফিট হয়ে উঠেছেন। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ক্লাবকে দ্বিতীয় ট্রফি জেতাতে চান এমবাপে।
কোপা ডেল রে ফাইনালের আগে মানসিকভাবে এগিয়ে বার্সা ম্যানেজার হ্যান্সি ফ্লিক (Hansi Flick)। দল সাফল্য পাওয়ায় তাঁর উপর খাঁড়া ঝুলছে না। তাঁর কোচিংয়ে চলতি মরসুমে দু'বার রিয়াল মাদ্রিদকে বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। ফলে শনিবারও দলকে জেতানোর জন্য পরিকল্পনা করছেন বার্সা ম্যানেজার। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের ম্যানেজার কার্লো অ্যান্সেলোত্তি (Carlo Ancelotti) প্রচণ্ড চাপে। দল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ায় অ্যান্সেলোত্তির চাকরি যাওয়া প্রায় নিশ্চিত। চলতি মরসুমের পরেই তাঁর পরিবর্তে নতুন কাউকে ম্যানেজার হিসেবে নিয়োগ করতে পারে রিয়াল মাদ্রিদ। এই ইটালিয়ান ম্যানেজার ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও এখনও সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। কোপা ডেল রে ফাইনালের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি অ্যান্সেলোত্তি। তবে তিনি যে প্রচণ্ড চাপে, তা স্পষ্ট হয়ে গিয়েছে। এই ম্যাচে হারলেই তাঁকে ছাঁটাই করা হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।