Calcutta Football League 2025: কলকাতা ফুটবল লিগে ম্যাচ ফিক্সিং নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। তারপরেই নড়েচড়ে বসে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ এবং শুরু হয় তদন্ত। আর সোমবার, কলকাতা ময়দানে ম্যাচ ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাদের মধ্যে একজন আবার খোদ খিদিরপুর ফুটবল দলের কর্তা। তাঁর নাম আকাশ দাস। আরও একজন ফুটবল কর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর নাম রাহুল সাহা।
এই প্রসঙ্গে আইএফএ, আন্তরিক ধন্যবাদ জানিয়েছে কলকাতা পুলিশকে। এমনকি, এও বলা হয়েছে যে, কোনও ক্লাব এই ধরনের কাজে জড়িত প্রমাণ হলে, তাদের বিষয়টিও শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠানো হবে। এদিন কলকাতা পুলিশও সোশ্যাল মিডিয়াতে এই সংক্রান্ত একটি পোস্ট করে। সেখানে তারা জানায়, “বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশ কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে সক্রিয় একটি ম্যাচ-ফিক্সিং এবং জুয়ার চক্র ফাঁস করেছে। শহর ভিত্তিক একটি ফুটবল ক্লাবের সভাপতি/ম্যানেজার-সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আগামীকাল মাননীয় আদালতে পেশ করা হবে। তদন্ত চলছে।"
এই প্রসঙ্গে আইএফএ সচিব অনির্বাণ দত্ত এশিয়ানেট নিউজ বাংলাকে জানান, “এতদিন ধরে আমাদের কাছে এই বিষয়ে যা তথ্য এসেছে, সব আমরা পুলিশকে দিচ্ছিলাম। আমার সঙ্গে একাধিকবার পুলিশ কমিশনারের বৈঠক হয়েছে। তিনি আমাকে পার্সোনালি বলেন যে, বিষয়টা তিনি গুরুত্ব সহকারে দেখবেন। তারই ফলাফল আজ দেখলাম আমরা। গত শুক্রবার, পুলিশ কমিশনার বলেন, আগামী দুদিনের মধ্যে রেজাল্ট পাওয়া যাবে। ঠিক তাই হল। তদন্ত চলছে এখনও। আর এই প্রক্রিয়াতে প্রমাণ জোগাড় করতেও একটু সময় লাগে। তবে আমি ভীষণ খুশি। কারণ, ওরা খুব ভালোভাবে বিষয়টা বিবেচনা করেছে। এটা গোটা বিশ্বের একটা সমস্যা। "
তিনি আরও যোগ করেন, “আরও অনেকেই জড়িত থাকতে পারে এই ঘটনায়। এটা তো একজন বা দুজনের কাজ নয়। আগামী দিনে আরও বিষয়টা পরিষ্কার হবে। শুধু কোচ বা প্লেয়ার কেন? আমি অনেকরকমের কানাঘুষো শুনেছি। রেফারিও হতে পারে। তবে কোনটা সত্যি, সেটা একমাত্র পুলিশের পক্ষেই যাচাই করা সম্ভব। তাই আমি আশা রাখছি, এই বিষয়টা নিশ্চয়ই তারা পুরোটা নির্মূল করতে পারবেন। যারা জড়িত, সবার শাস্তি পাবে। তবে হ্যাঁ, এটা খুবই কঠিন চ্যালেঞ্জ। কিন্তু কঠিন বলে তো পিছিয়ে যাব না। যেটা ঠিক, সেটাই করা হবে। এই জিনিসটা আগামী দিনের ফুটবলকে কলুষিত হওয়ার হাত থেকে বাঁচাবে।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।