Published : Aug 12, 2025, 02:33 PM ISTUpdated : Aug 12, 2025, 02:55 PM IST
Cristiano Ronaldo-Georgina Rodriguez: গত দুই দশক ধরে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত চরিত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাঠের বাইরেও সবসময় আলোচনার কেন্দ্রে থাকেন। তাঁর বান্ধবী জর্জিনা রডরিগেজকে নিয়েও আলোচনা চলে।
দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকার পর এবার বাগদানের সিদ্ধান্ত নিলেন রোনাল্ডো-জর্জিনা
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাগদান
দীর্ঘদিন বান্ধবী জর্জিনা রডরিগেজের সঙ্গে থাকলেও, সরকারিভাবে কোনও সম্পর্ক ছিল না। এবার নিজেদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি জর্জিনার সঙ্গে বাগদান সেরে নিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে বাগদানের বিশেষ আংটির ছবি শেয়ার করেছেন জর্জিনা। তিনি জানিয়েছেন, রোনাল্ডোর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে রাজি। তাঁরা সারাজীবন ধরে একসঙ্গে থাকতে চান।
DID YOU KNOW ?
২২ বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডো
২০০৩ সাল থেকে পর্তুগালের সিনিয়র জাতীয় দলের হয়ে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি ২২১ ম্যাচ খেলে ১৩৮ গোল করেছেন।
26
২০১৬ থেকে একসঙ্গে থাকছেন রোনাল্ডো ও জর্জিনা, তাঁদের একাধিক সন্তানও আছে
রোনাল্ডো-জর্জিনার লিভ-ইন
২০১৬ সাল থেকে লিভ-ইন করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রডরিগেজ। তাঁদের একাধিক সন্তানও আছে। আট বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে থাকার পর এবার বাগদানের সিদ্ধান্ত নিলেন এই বিশ্ববিখ্যাত দম্পতি। তাঁদের জন্য সৌদি আরবের আইন শিথিল করা হয়েছে। সৌদি আরবের আইন অনুযায়ী, কোনও অবিবাহিত পুরুষ ও মহিলা একসঙ্গে থাকতে পারেন না। তবে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের তারকা রোনাল্ডোকে ছাড় দেওয়া হয়েছে। তবে এবার বিয়ে করতে চলেছেন এই দম্পতি।
৪০
৪০ বছর বয়স পূর্ণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্তুগালে জন্ম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তিনি ফুটবলের ইতিহাসে বিশ্বের অন্যতম সেরা তারকা।
36
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে এখন সৌদি আরবের রাজধানী রিয়াধেই আছেন জর্জিনা রডরিগেজ
রিয়াধে রোনাল্ডো-জর্জিনা
জর্জিনা রডরিগেজের সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গিয়েছে, তিনি সৌদি আরবের রাজধানী রিয়াধে আছেন। আল-নাসরের হয়ে খেলার সুবাদে এখন সেখানেই থাকেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর সঙ্গেই আছেন জর্জিনা। তাঁদের বাগদানের কথা ঘোষণা করলেও, কবে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন, সে বিষয়ে এখনও কিছু জানাননি জর্জিনা। এ বিষয়ে এখনও মুখ খোলেননি রোনাল্ডো।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রডরিগেজ ৫ সন্তানের বাবা-মা হয়েছেন
রোনাল্ডো-জর্জিনার ৫ সন্তান
২০১৭ সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রডরিগেজের যমজ সন্তান ইভা মারিয়া ও ম্যাতিওর জন্ম হয়। ২০১৭ সালেই তাঁদের তৃতীয় সন্তান আলানার জন্ম হয়। ২০২২ সালে ফের যমজ সন্তানের জন্ম দেন জর্জিনা। তবে বেলা থাকলেও, তার যমজ ভাইয়ের মৃত্যু হয়। রোনাল্ডোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র তাঁদের সঙ্গেই থাকে। ফলে রোনাল্ডোর ভরা সংসার।
56
সারা বিশ্বে ছড়িয়ে থাকা অনুরাগীদের নজর কেড়ে নিয়েছে জর্জিনার হীরের আংটি
জর্জিনার আঙুলে বিশাল আংটি
জর্জিনা রডরিগেজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাগদানের যে বিশেষ আংটির ছবি শেয়ার করেছেন, তা যেমন বিশাল, তেমনই অত্যন্ত দামী। এই আংটি দেখে তাঁদের অনুরাগীদের চোখ কপালে উঠেছে। এই হীরে যে দুর্লভ, সে বিষয়ে কারও সন্দেহ নেই। সৌদি আরবে খেলার সুবাদে বিপুল অর্থ রোজগার করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে দামী হীরের আংটি কিনতে তাঁর কোনও সমস্যা নেই।
66
আগামী বছর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারলে রোনাল্ডোর কেরিয়ার পূর্ণতা পাবে
বিশ্বকাপ জয়ের লক্ষ্যে রোনাল্ডো
জর্জিনা রডরিগেজের সঙ্গে বিয়ে করে জীবন পূর্ণ করতে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পাশাপাশি তিনি আগামী বছর বিশ্বকাপ জয়ের লক্ষ্যেও তৈরি হচ্ছেন। পর্তুগালের হয়ে ইউরো কাপ জিতলেও, এখনও বিশ্বকাপ জিততে পারেননি রোনাল্ডো। তিনি কেরিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছেন। বিশ্বকাপ জিততে পারলে রোনাল্ডোর কেরিয়ার পূর্ণতা পাবে।