- Home
- Sports
- Football
- Cristiano Ronaldo: আল-নাসরেই থাকছেন, ৪২ বছর বয়সেও পেশাদার ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Cristiano Ronaldo: আল-নাসরেই থাকছেন, ৪২ বছর বয়সেও পেশাদার ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Cristiano Ronaldo at Al Nassr FC: ক্লাব বিশ্বকাপে (FIFA Club World Cup 2025) খেলার জন্য সৌদি প্রো লিগের (Saudi Pro League) দল আল-নাসর এফসি ছেড়ে অন্য কোনও ক্লাবে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছিল। তবে সেই জল্পনা থামিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

কিছুদিন আগেই দলবদলের জল্পনা থামিয়ে দিয়েছিলেন, এবার সরকারিভাবে নতুন চুক্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসর এফসি-তেই থাকছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি সরকারিভাবে এই ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করলেন।
উয়েফা নেশনস লিগ জেতার পর এবার ক্লাব ফুটবলে মন দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
কয়েকদিন আগেই পর্তুগালকে উয়েফা নেশনস লিগ জিততে সাহায্য করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার তিনি আল-নাসরকেও সাফল্য এনে দিতে চাইছেন।
২০২৭ পর্যন্ত সৌদি প্রো লিগেই থাকছেন, ঘোষণা করে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
আল-নাসর এফসি-র সঙ্গে নতুন করে ২ বছরের চুক্তি করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি ২০২৭ পর্যন্ত সৌদি আরবের এই ক্লাবে থাকছেন।
চলতি মাস পর্যন্ত আল-নাসরের সঙ্গে চুক্তি ছিল, নতুন চুক্তি করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
আল-নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে ২ বছরের চুক্তি করে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
৪২ বছর বয়স পর্যন্ত পেশাদার ফুটবলে খেলা চালিয়ে যাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বয়স ৪০ বছর। তিনি ৪২ বছর বয়স পর্যন্ত আল-নাসরের হয়ে খেলবেন।
মেজর লিগ সকারের কোনও ক্লাবে যোগ দিচ্ছেন না, ঘোষণা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
কিছুদিন আগে শোনা যাচ্ছিল, মেজর লিগ সকার বা ব্রাজিলের কোনও ক্লাবে যোগ দিতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে তিনি সেই জল্পনা থামিয়ে দিয়েছেন।
আল-নাসর এফসি-কে এবার সৌদি প্রো লিগ জেতানোর লক্ষ্যে পর্তুগিজ কিংবদন্তি
২০২২ সালের শেষদিকে আল-নাসরে যোগ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন হতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি এবার সৌদি আরবের ঘরোয়া লিগ জিততে চান।
আল-নাসরের ইতিহাসে অন্যতম সফল ফুটবলার হয়ে উঠেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
আল-নাসর এফসি-র হয়ে এখনও পর্যন্ত সব টুর্নামেন্ট মিলিয়ে ১০৫ ম্যাচ খেলে ৯৩ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল-নাসরে যোগ দিয়ে মানিয়ে নিয়েছেন সি আর সেভেন
এরিক টেন হ্যাগের সঙ্গে ঝামেলার জেরে ২০২২ সালের বিশ্বকাপ চলাকালীন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর আল-নাসরে যোগ দিয়ে তিনি ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।
ফুটবল দুনিয়ায় সৌদি আরবের প্রচারের মুখ হয়ে উঠেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
২০৩৪ সালে সৌদি আরবে বিশ্বকাপ হতে চলেছে। এই টুর্নামেন্টের প্রচারের জন্য অন্যতম দূত হতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

