Cristiano Ronaldo Transfer Update: ক্লাব বিশ্বকাপে (FIFA Club World Cup) খেলার জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল-নাসর (Al-Nassr FC) ছাড়বেন বলে যে জল্পনা চলছিল, তা থেমে গেল। সৌদি প্রো লিগেই থাকছেন পর্তুগালের কিংবদন্তি।

Cristiano Ronaldo Al-Nassr FC: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martínez) যেদিন মোহনবাগান ক্লাবে (Mohun Bagan Athletic Club) এসেছিলেন, সেদিন গ্যালারিতে ছিলেন কেরল থেকে আসা এক ফুটবলপ্রেমী। তিনি পোস্টার তুলে ধরে জানিয়েছিলেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) অনুরাগী হওয়া সত্ত্বেও আর্জেন্টিনার গোলকিপারকে দেখতে এসেছেন। এবার সেই ফুটবলপ্রেমী হয়তো তাঁর প্রিয় ফুটবলারকেই সামনে থেকে দেখার জন্য কলকাতায় আসতে পারেন। কারণ, সব অঙ্ক মিলে গেলে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে কলকাতায় আসতে পারেন রোনাল্ডো। পর্তুগালের (Portugal) হয়ে সদ্য উয়েফা নেশনস লিগ (UEFA Nations League) জেতা কিংবদন্তি ক্লাব বিশ্বকাপে (FIFA Club World Cup) খেলার জন্য দলবদল করতে পারেন বলে শোনা যাচ্ছিল। তবে সেই জল্পনা সত্যি নয়। রোনাল্ডো জানিয়ে দিয়েছেন, তিনি আল-নাসর এফসি-তেই (Al-Nassr FC) থাকছেন। ফলে তাঁর কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে।

কোন পরিস্থিতিতে কলকাতায় আসতে পারেন রোনাল্ডো?

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে (AFC Champions League Elite) খেলার সুযোগ হারিয়েছে আল-নাসর। সৌদি প্রো লিগে (Saudi Pro League) তৃতীয় স্থানে থাকায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে (AFC Champions League Two) খেলবেন রোনাল্ডোরা। মোহনবাগান সুপার জায়ান্টও (Mohun Bagan Super Giant) এশিয়ার দ্বিতীয় সেরা লিগে খেলবে। এই লিগের গ্রুপবিন্যাস এখনও হয়নি। সবুজ-মেরুন ও আল-নাসর যদি একই গ্রুপে থাকে, তাহলে রোনাল্ডোর বিরুদ্ধে খেলবেন শুভাশিস বসুরা। সেটা হলে কলকাতার ফুটবলপ্রেমীরা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের খেলা দেখার সুযোগ পাবেন। ১৪ বছর আগে এই শহরে খেলে গিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। এবার তাঁর প্রতিদ্বন্দ্বীকেও কলকাতায় দেখা যেতে পারে।

আল-নাসরে খেলেই অবসর নেবেন রোনাল্ডো?

রোনাল্ডোর বয়স এখন ৪০ বছর। তিনি এখনও সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে খেলছেন। তবে গত আড়াই বছর ইউরোপের ক্লাব ফুটবলের সঙ্গে তাঁর সম্পর্ক নেই। ২০২২ সালের বিশ্বকাপের (FIFA World Cup 2022) পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ছেড়ে আল-নাসরে যোগ দেন রোনাল্ডো। তিনি হয়তো এই ক্লাবের হয়ে খেলেই অবসর নিতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।