Kanyashree Cup: শ্রীভূমিকে হারিয়ে কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন, জোড়া খেতাব ইস্টবেঙ্গলের

Published : May 27, 2025, 06:10 PM ISTUpdated : May 27, 2025, 06:22 PM IST
East Bengal

সংক্ষিপ্ত

East Bengal FC: ইস্টবেঙ্গলের পুুরুষ ফুটবল দল হতাশ করলেও, অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে মহিলা দল। জাতীয় পর্যায়ে লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর এবার কলকাতা লিগও জিতে নিল ইস্টবেঙ্গলের মহিলা দল। একই মরসুমে জোড়া খেতাবে উচ্ছ্বসিত সদস্য-সমর্থকরা।

Kanyashree Cup Champion East Bengal: একই মরসুমে জাতীয় পর্যায়ের লিগ এবং কলকাতা লিগ জয়। দুই দশক আগে ইস্টবেঙ্গলের পুরুষ দল যা করে দেখিয়েছিল, তা এবার করে দেখাল মহিলা দল। ইন্ডিয়ান উইমেনস লিগ (Indian Women's League) চ্যাম্পিয়ন হওয়ার পর এবার কলকাতা মহিলা ফুটবল লিগও (Calcutta Women's Football League) চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। এই লিগ কন্যাশ্রী কাপ (Kanyashree Cup) নামে পরিচিত। মঙ্গলবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে (Kishore Bharati Krirangan) ফাইনালে শ্রীভূমি এফসি-কে (Sribhumi FC) টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১। এরপর টাইব্রেকারে ৪-২ জয় পায় লাল-হলুদের মহিলা ব্রিগেড। অসাধারণ পারফরম্যান্স দেখান গোলকিপার মামনি দাস। তাঁর জন্যই ইস্টবেঙ্গল তাঁবুতে খেতাব এল। টাইব্রেকারে প্রথম শটে গোল করতে ব্যর্থ হন ইস্টবেঙ্গলের পরিবর্ত ফুটবলার সুস্মিতা বর্ধন। ফলে চাপে পড়ে গিয়েছিল দল। তবে শ্রীভূমির প্রথম শট ডানদিকে ঝাঁপিয়ে সেভ করে দিয়ে দলকে ম্যাচে ফেরান মামনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ইস্টবেঙ্গলকে। নির্ধারিত সময়ের গোলদাতা সুলঞ্জনা রাউল টাইব্রেকারে পঞ্চম শটে গোল করতেই চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল।

দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন লাল-হলুদ

জাতীয় পর্যায়ে লিগ চ্যাম্পিয়ন হওয়ার ফলে ফেভারিট হিসেবেই এবার কন্যাশ্রী কাপ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। তবে জাতীয় পর্যায়ের লিগে যাঁরা খেলেছিলেন, তাঁরা সবাই কন্যাশ্রী কাপের দলে ছিলেন না। তা সত্ত্বেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। মঙ্গলবার ফাইনালে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪৯ মিনিটে গোল করে লাল-হলুদ ব্রিগেডকে এগিয়ে দেন সুলঞ্জনা। তবে সেই ব্যবধান মুছে ফেলে শ্রীভূমি এফসি। যদিও শেষপর্যন্ত মাথা ঠান্ডা রেখে জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল

 

 

মারাত্মক চোট সুস্মিতা লেপচার

ইস্টবেঙ্গল কন্যাশ্রী কাপ জিতলেও, দলের জন্য খারাপ খবর হল, মারাত্মক চোট পেয়েছেন সুস্মিতা লেপচা। ম্যাচের প্রথমার্ধে পিচ্ছিল মাঠে পড়ে যান তিনি। হাত ভেঙে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মাঠে থেকে দলের জয় দেখতে পেলেন না সুস্মিতা। তিনি দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন বলে আশায় লাল-হলুদ শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?