ফুটবল-সম্রাট পেলে প্রয়াত হওয়ার পর সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা শোকাহত। বর্তমান ও প্রাক্তন ফুটবলাররা পেলেকে শ্রদ্ধা জানাচ্ছেন।
বর্তমান প্রজন্মের কেউই পেলের খেলা দেখেননি। কারণ, পেলে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন ১৯৭৭ সালের ১ অক্টোবর। ফলে বর্তমানে যাঁরা ফুটবল খেলছেন তাঁরা সবাই পেলের কথা শুনে বড় হয়েছেন। পেলেকে খেলতে না দেখলেও নেইমার জুনিয়র, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসিদের কাছে পেলে শ্রদ্ধার পাত্র। পেলের প্রয়াণে তাঁরা সবাই শোকাহত। নেইমার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'পেলের আগে ১০ শুধুই একটা সংখ্যা ছিল। আমি কোথাও একটা এই বাক্যটা পড়েছি। তবে জীবনে একবার হলেও পড়া এই কথাটা সুন্দর হলেও, আমার মনে হয় এই বাক্য অসম্পূর্ণ। আমি বলব, পেলের আগে ফুটবল ছিল শুধুই একটা খেলা। পেলে এই খেলা সম্পূর্ণ বদলে দেন। তিনি ফুটবলকে শিল্পে পরিণত করেন। তিনি ফুটবলকে বিনোদনে রূপান্তরিত করেন। তিনি গরিবদের স্বর দিয়েছিলেন। তিনি কৃষ্ণাঙ্গদের সোচ্চার হওয়ার সুযোগ দেন। সবচেয়ে বড় কথা, তিনি ব্রাজিলের পরিচিতি ঘটান। রাজার সৌজন্যেই ব্রাজিল ও ফুটবলের মান বেড়ে যায়। তিনি চলে গিয়েছেন কিন্তু তাঁর জাদু রয়ে গিয়েছে। পেলে চিরকালের।'
পেলেকে শ্রদ্ধা জানিয়ে রোনাল্ডো সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'ব্রাজিলের সবার প্রতি আমার শোকজ্ঞাপন করছি। বিশেষ করে এডসন আরান্তেস ডো ন্যাসিমেন্টের পরিবারের প্রতি শোক জানাচ্ছি। চিরকালের রাজা পেলের প্রতি সামান্য বিদায় জানালে তাঁর প্রয়াণে সারা ফুটবল বিশ্ব এখন যে যন্ত্রণা পাচ্ছে তা প্রকাশ করার পক্ষে যথেষ্ট হবে না। পেলে কোটি কোটি মানুষের কাছে অনুপ্রেরণা। তাঁর কথা অতীতে বলা হত, এখন বলা হয় এবং ভবিষ্যতেও বলা হবে। তিনি আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন, সেটা সবসময় আমার স্মৃতিতে আছে। দূর থেকে হলেও আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা সবসময় ছিল। তাঁকে কোনওদিন ভোলা যাবে না। তাঁর স্মৃতি চিরকাল থেকে যাবে। শান্তিতে বিশ্রাম নিন রাজা পেলে।'
পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় মেসি লিখেছেন, 'শান্তিতে বিশ্রাম নিন পেলে।'
৮২ বছর বয়সে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে প্রয়াত হয়েছেন পেলে। তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। গত ২৯ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরে কেমোথেরাপি কাজ করছে না বলে জানান চিকিৎসকরা। সুস্থ হয়ে আর বাড়ি ফিরতে পারলেন না ফুটবল-সম্রাট। সোমবার স্যান্টোসে তাঁর শেষযাত্রা শুরু হবে। মঙ্গলবার স্থানীয় সময় অনুযায়ী সকাল ১০টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুন-
পেলে প্রশংসা করেছিলেন, এটাই জীবনের পরম প্রাপ্তি, জানালেন গৌতম সরকার
'চিরশান্তিতে থাকুন পেলে', ফুটবল সম্রাটের মৃত্যুতে শোকস্তব্ধ লিওনেল মেসি
Pele : প্রয়াত কিংবদন্তি পেলে, সম্রাটকে হারিয়ে শোকস্তব্ধ ফুটবলবিশ্ব