East Bengal: ইস্টবেঙ্গলে শেষ দিয়ামান্তোকোস পর্ব! গ্রিক স্ট্রাইকারের সঙ্গে চুক্তি ছিন্ন লাল হলুদের

Published : Sep 01, 2025, 05:15 PM ISTUpdated : Sep 01, 2025, 05:35 PM IST
Dimitrios Diamantakos

সংক্ষিপ্ত

East Bengal: গ্রিসের স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামান্তোকোসের সঙ্গে চুক্তি শেষ করল ইস্টবেঙ্গল এদিন ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দিয়ামান্তোকোসকে ধন্যবাদ জানিয়ে এক্বটি পোস্টও করা হয়েছে। 

East Bengal: দিমিত্রিয়স দিয়ামান্তোকোস পর্ব শেষ হল লাল হলুদে। সোমবার, সরকারিভাবে সেই কথা জানিয়ে দেওয়া হল ইস্টবেঙ্গলের তরফে। অর্থাৎ, ডুরান্ড কাপ শেষ এবং সুপার কাপ শুরুর আগেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। 

দিয়ামান্তোকোসের সঙ্গে ইস্টবেঙ্গলের বিচ্ছেদ

গ্রিসের স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামান্তোকোসের সঙ্গে চুক্তি শেষ করল ইস্টবেঙ্গল। এদিন ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দিয়ামান্তোকোসকে ধন্যবাদ জানিয়ে এক্বটি পোস্টও করা হয়েছে। সেখানে লেখা আছে, দুই পক্ষের সম্মতির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত মরশুমে কেরালা ব্লাস্টার্স থেকে ইস্টবেঙ্গলে সই করেন দিমিত্রিয়স দিয়ামান্তোকোস। তবে বিরাট কোনও সাফল্য ক্লাবকে এনে দিতে পারেননি তিনি। 

 

 

যদিও সদ্য শেষ হওয়া ডুরান্ডে কিছুটা ভালো খেলেন দিয়ামান্তোকোস। কিন্তু টিম ম্যানেজমেন্ট আর তাঁকে রাখতে চাইল না। তাই সোমবার সরকারিভাবে জানিয়ে দেওয়া হল দিমিত্রিয়স দিয়ামান্তোকোসের সঙ্গে বিচ্ছেদের কথা। 

উল্লেখ্য, গত ২০২৩ সালের আইএসএলে, কেরালা ব্লাস্টার্সের হয়ে মাঠে নামেন দিমিত্রি। সেই মরশুমে ১৭টি ম্যাচে ১৩ টি গোল করেন তিনি। ঐ বছরই আইএসএল-এর সর্বাধিক গোলদাতা নির্বাচিত হন তিনি। 

তারপরেই তাঁর সঙ্গে ২ বছরের চুক্তি করে ইস্টবেঙ্গল। সেই সময়, লাল-হলুদের কোচ ছিলেন কার্লোস কুয়াদ্রাত। তবে কেরালার জার্সিতে সাফল্য পেলেও, ইস্টবেঙ্গলে তেমন কিছুই করে দেখাতে পারেননি। সবমিলিয়ে, ৩২টি ম্যাচে মাঠে নেমে করেছেন মাত্র ১২টি গোল। শেষ ডার্বিতে জোড়া গোল করলেও, ডুরান্ড কাপের সেমিফাইনালে ডায়মন্ডহারবার এফসির বিরুদ্ধে একাধিক সুযোগ নষ্ট করেন দিয়ামান্তোকোস। 

শেষপর্যন্ত, আর ইস্টবেঙ্গল তাঁকে দলে রাখল না। দিমিত্রিয়স দিয়ামান্তোকোসের সঙ্গে চুক্তি ছিন্ন করল ইস্টবেঙ্গল। সোমবার, ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দিয়ামান্তোকোসকে ধন্যবাদ জানিয়ে এক্বটি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা আছে, দুই পক্ষের সম্মতির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?