English Premier League: আর্সেনালের বিরুদ্ধে দুরন্ত জয়! প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুল, তবে পরাজিত সিটি

Published : Sep 01, 2025, 12:43 AM ISTUpdated : Sep 01, 2025, 12:59 AM IST
English Premier League

সংক্ষিপ্ত

English Premier League: রবিবারের খেলায় এগিয়ে থেকেও ব্রাইটনের কাছে হেরেছে সিটি। অন্যদিকে, আর্সেনালকে হারিয়ে দিয়েছে লিভারপুল।

English Premier League: আর্সেনালের বিরুদ্ধে দুরন্ত জয় লিভারপুলের (liverpool vs arsenal live)। আর এই জয়ের ফলে, পয়েন্ট তালিকার একেবারে শীর্ষে পৌঁছে গেল আর্নে স্লটের দল। তবে গত মরশুম থেকে এমনিতেই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ম্যাঞ্চেস্টার সিটির (manchester city vs brighton)। এবারও শুরুটা হল একটু নড়বড়ে ভাবেই। গত মরশুমেও প্রিমিয়ার লিগে বেশ খারাপ ফল করে পেপ গুয়ার্দিওলার দল। এবারও চলতি মরশুমের শুরু থেকে বেজায় চাপে তারা। 

 

 

এই নিয়ে পরপর দুটি ম্যাচে পরাজিত ম্যাঞ্চেস্টার সিটি 

রবিবারের খেলায় এগিয়ে থেকেও ব্রাইটনের কাছে হেরেছে সিটি। অন্যদিকে, আর্সেনালকে হারিয়ে দিয়েছে লিভারপুল। এদিন লিভারপুলের ঘরের মাঠে ম্যাচ ছিল। তবে দুই দলের কোচই নিজেদের সেরা একাদশকেই মাঠে নামান। শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। 

আক্রমণ এবং প্রতি আক্রমণে বেশ উপভোগ্য ফুটবল হচ্ছিল। তবে গোলের দেখা পাওয়া যাচ্ছিল না। একটা সময় মনে হচ্ছিল, ম্যাচ হয়ত ড্র হবে। কিন্তু খেলার ৮৩ মিনিটে, বক্সের ঠিক বাইরে ফ্রিকিক পায় লিভারপুল। আর সেই ফ্রিকিক থেকে ডান পায়ের জোরালো শটে গোল করে যান ডমিনিক জ়োবোজ়লাই। 

 

 

আর্সেনালকে হারিয়ে ম্যাচ জিতে নেয় লিভারপুল

কার্যত, আর্সেনাল গোলকিপার ডেভিডকে পরাস্ত করে বল জালে জড়িয়ে যায়। রাইট ব্যাক ডমিনিক জ়োবোজ়লাই। সেই জয়সূচক গোলের সুবাদেই, ১-০ গোলে আর্সেনালকে হারিয়ে ম্যাচ জিতে নেয় লিভারপুল।

অপরদিকে, খেলায় এগিয়ে গিয়েও পরাজিত হয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। কিন্তু প্রথমার্ধে তারা  ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ব্রাইটন। খেলার ৬৭ মিনিটে, পেনাল্টি পায় ব্রাইটন। আর সেই পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান জেমস মিলনার। তবে তখনও অনেক নাটক বাকি। ম্যাচের ৮৯ মিনিটে, প্রতি-আক্রমণ থেকে বল পেয়ে ম্যান সিটির গোলকিপার এবং এক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করে যান ব্রাজ়ান গ্রুডা। 

তবে সেই গোলের পর, আর ম্যাচে ফিরতে পারেনি সিটি। শেষপর্যন্ত, ২-১ গোলে পরাজিত হয় তারা। এদিকে আর্সেনালের বিরুদ্ধে ম্যাচ জিতে, তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে চলে গেল লিভারপুল। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৯ পয়েন্ট
তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে চলে গেল লিভারপুল।
এদিকে আর্সেনালের বিরুদ্ধে ম্যাচ জিতে, তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে চলে গেল লিভারপুল।
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?