Seattle Sounders vs Inter Miami: ফুটবল ম্যাচেই চূড়ান্ত হাতাহাতি। ইন্টার মায়ামি বনাম সিয়াটেল সাউন্ডার্সের ফুটবলারেরা জড়িয়ে পড়লেন তীব্র বাকবিতণ্ডায়। ম্যাচ শেষ হতেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তারা।
এইসবের মাঝেই ফের একবার বিতর্কে জড়িয়ে পড়লেন ‘কামড়ে দেওয়া' লুই সুয়ারেজ। ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের ফাইনালে খেলতে নামেন তিনি। কিন্তু হেরে গিয়ে এবার বিপক্ষ দলের কোচের মুখে খুতু দিয়ে বসলেন তিনি। মনে করিয়ে দিলেন, ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপের কথা। সেইবার ইতালির বিরুদ্ধে ম্যাচে চিয়েলিনিকে মাঠের মধ্যেই কামড়ে দিয়েছিলেন সুয়ারেজ।
লিগস কাপের ফাইনালে মুখোমুখি হয় ইন্টার মায়ামি বনাম সিয়াটেল সাউন্ডার্স। অনেকেই ভেবেছিলেন, লিওনেস মেসি এবং সুয়ারেজের আক্রমণ হয়ত সামলাতেই পারবেনা সিয়াটেল রক্ষণ। কিন্তু ম্যাচে দেখা গেল, সিয়াটেল উল্টে লাগাতার আক্রমণ শুরু করল। কার্যত, গোটা ম্যাচে সেইভাবে খেলতেই পারলেন না মেসি। সুয়ারেজ একাধিকবার চেষ্টা করেও গোল করতে পারলেন না। শেষপর্যন্ত, এই ম্যাচে ৩-০ গোলে পরাজিত হয় ইন্টার মায়ামি।
এরপর ম্যাচ শেষে আনন্দে মেটে ওঠেন সিয়াটেল ফুটবলাররা। সেই সময়, ২০ বছর বয়সী মিডফিল্ডার ওবেদ ভারগাসও সেখানে সেলিব্রেট করছিলেন। হটাৎ তাঁকে গিয়ে ধাক্কা মারেন সুয়ারেজ এবং তাঁর গলা টিপে ধরেন। এরপরেই শুরু হয়ে যায় হাতাহাতি। এমনকি, পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে, দুই দলের ফুটবলাররা একে অপরকে ঘুষি মারতে শুরু করে দেন।
তারপর পরিস্থিতি কিছুটা আয়ত্তের মধ্যে আসে। তারপর ফের বিতর্কে জড়িয়ে পড়েন সুয়ারেজ। সিয়াটেলের কোচের সামনে গিয়ে তাঁর মুখে থুতু ছেটাতে শুরু করেন তিনি। তাঁর পাশেই একজন নিরাপত্তারক্ষী দাঁড়িয়ে ছিলেন। তিনি এরপর সুয়ারেজকে সরিয়ে নিয়ে যান সেখান থেকে। আর তারপরেই সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। শোনা যাচ্ছে, সুয়ারেজ যা করেছেন, তার জন্য বড় শাস্তির মুখে পড়তে হতে পারে তাঁকে।
তবে তাঁর বিরুদ্ধে সিয়াটেল এখনও কোনও অভিযোগ করেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।