মরসুমের প্রথম কলকাতা ডার্বি ঘিরে উত্তেজনা তুঙ্গ। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেল ৪টে বেজে ৪৫ মিনিটে শুরু ম্যাচ। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হয়েছে দুপুর ২টো ৩০ মিনিটে।
কলকাতা ডার্বি ঘিরে সরগরম বাংলা তথা সারা দেশের ফুটবল মহল। চলতি মরসুমের প্রথম কলকাতা ডার্বি এটি। ইস্টবেঙ্গলের প্রথম একাদশে আছেন- প্রভসুখন সিং গিল, হরমনজ্যোত সিং খাবরা (অধিনায়ক), লালচুংনুঙ্গা, জর্ডন এলসে, মন্দার রাও দেশাই, সৌভিক চক্রবর্তী, সল ক্রেসপো, বোরহা হেরেরা, নাওরেম মহেশ সিং, নন্দকুমার, হেভিয়ের সিভেরিও। মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশে আছেন- বিশাল কাইথ, আশিস রাই, আনোয়ার আলি, ব্রেন্ডন হ্যামিল, শুভাশিস বসু (অধিনায়ক), অনিরুদ্ধ থাপা, গ্ল্যান মার্টিন্স, মনবীর সিং, হুগো বুমোস, লিস্টন কোলাসো ও আর্মান্দো সাদিকু। অনেক ফুটবলারই প্রথমবার কলকাতা ডার্বি খেলতে নামছেন।
ইস্টবেঙ্গলের হয়ে প্রথমবার কলকাতা ডার্বি খেলতে নামছেন প্রভসুখন, এলসে, মন্দার, ক্রেসপো, বোরহা, নন্দকুমার ও সিভেরিও। কোচ কার্লেস কুয়াদ্রাতেরও প্রথম ডার্বি। ফলে ইস্টবেঙ্গলের কোচ ও সংশ্লিষ্ট ফুটবলারদের বড় পরীক্ষা। ডার্বির চাপ নিয়ে ভালো পারফরম্যান্স দেখাতে হবে।
মোহনবাগানের হয়ে প্রথমবার কলকাতা ডার্বি খেলতে নামছেন আনোয়ার, অনিরুদ্ধ ও সাদিকু। ফলে সবুজ-মেরুনের অভিজ্ঞতা বেশি। দলের বেশিরভাগ ফুটবলারই দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছেন। ফলে বোঝাপড়া অনেক বেশি। মোহনবাগানের প্রধান কোচ হুয়ান ফেরান্দো গতবার দলকে আইএসএল চ্যাম্পিয়ন করেছেন। তিনি কলকাতা ডার্বির গুরুত্ব ও পরিবেশ-পরিস্থিতি জানেন। মোহনবাগানের টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্টনিও লোপেজ আবাস প্রথম আইএসএল থেকেই ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত। কলকাতা ফুটবলের সবকিছুই তাঁর নখদর্পণে। ফলে এগিয়ে থেকেই মরসুমের প্রথম ডার্বি শুরু করছে মোহনবাগান।
ম্যাচের আগে মোহনবাগান কোচ বলেছেন, ‘এবার ইস্টবেঙ্গল বেশ কয়েকজন ভালো ফুটবলারকে দলে নিয়েছে। ওদের বিদেশি ফুটবলারদের পাশাপাশি ভারতীয় ফুটবলাররাও ভালো। এবার ইস্টবেঙ্গল দল বেশ ভালো। ওদের খাটো করে দেখছি না। ওরা দেরিতে অনুশীলন শুরু করেছে। ফলে তৈরি হতে সময় লাগবে। তবে কলকাতা ডার্বি সবসময়ই গুরুত্বপূর্ণ ম্যাচ। সব দলই ডার্বি জিততে চায়। আমরাও ডার্বি জিততেই চাই।’
ইস্টবেঙ্গল কোচ বলেছেন, 'আমরা জানি মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন। ওদের দল শক্তিশালী। ওরা কয়েকদিন পরেই এএফসি কাপের ম্যাচ খেলবে। আমরা এখনও পুরো দল পাইনি। আমি কলকাতায় আসার পর ২ সপ্তাহ অনুশীলন করেছি। মন্দারের (রাও দেশাই) মতো ফুটবলাররা ৪ সপ্তাহ ধরে অনুশীলন করছে। আমরা লড়াই করার চেষ্টা করব। আমাদের ভালোভাবে রক্ষণ সামলাতে হবে এবং সুযোগ পেলে সেটা কাজে লাগাতে হবে।'
শনিবার সকালে কলকাতায় এসেছেন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা। তিনি আশাবাদী, ডার্বি জিতবে ইস্টবেঙ্গল।
আরও পড়ুন-
শনিবার বিকেলে কলকাতা ডার্বি, টেলিভিশন, মোবাইল ফোনে কীভাবে দেখবেন ম্যাচ?
ডার্বির সকালে সপরিবারে কলকাতায় পৌঁছলেন ক্লেইটন সিলভা, বিকেলে থাকবেন মাঠে
অভিনব উদ্বোধন! ডুরান্ড কাপের ট্রফি নিয়ে ৬৫ তলা থেকে ঝাঁপ দুই সেনাকর্তার