ডুরান্ড কাপের কলকাতা পর্ব শুরু হচ্ছে বৃহস্পতিবার। প্রথম ম্যাচে খেলতে নামছে এই টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সফল দল মোহনবাগান সুপার জায়ান্ট।
বৃহস্পতিবার এবারের ডুরান্ড কাপে প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ বাংলাদেশের সেনা দল। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ শুরু সন্ধে ৬টায়। যাঁরা স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন না, তাঁরা টেলিভিশন ও মোবাইল অ্যাপে সরাসরি ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন। কলকাতা ফুটবল লিগের মতো শুধু মোবাইল অ্যাপে নয়, টেলিভিশনেও খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। ডুরান্ড কাপের ম্যাচগুলি সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিম দেখা যাবে সোনি লিভ অ্যাপে। প্রথম ম্যাচের জন্য তৈরি মোহনবাগান সুপার জায়ান্ট। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলতে নামছে সবুজ-মেরুন।
বৃহস্পতিবার প্রথম ম্যাচের পর সোমবার পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। তারপর ১২ আগস্ট কলকাতা ডার্বি। গ্রুপ লিগ পর্যায় শেষ হওয়ার পর হবে কোয়ার্টার ফাইনাল। তারপর সেমি-ফাইনাল ও ফাইনাল।
কলকাতা লিগের মতোই ডুরান্ড কাপেও মোহনবাগান সুপার জায়ান্টের দায়িত্বে সহকারী কোচ বাস্তব রায়। প্রথম ম্যাচের আগে তিনি বলেছেন, 'মোহনবাগান সুপার জায়ান্ট যে গ্রুপে আছে সেটা প্রায় গ্রুপ অফ ডেথ। এটাই ডুরান্ড কাপের সবচেয়ে কঠিন গ্রুপ। কিন্তু সবুজ মেরুন জার্সি পরে ফুটবলাররা যে প্রতিযোগিতায় খেলতে নামে সেখানেই সব ম্যাচ জেতা ও চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করে। এবারও সেটা মাথায় রেখেই মাঠে নামবে দল। সিনিয়র ফুটবলারদের মধ্যে যারা বেশিদিন অনুশীলন করেছে, তাদের অনেকেই তৈরি। যুব দল তো কলকাতা লিগ খেলছে। সিনিয়র ও জুনিয়র মিলিয়ে দল নামানো হবে। কলকাতা লিগের মতোই ডুরান্ড কাপও যে কোনও ফুটবলারের কাছে নিজেকে মেলে ধরার সেরা মঞ্চ। এটা সবাই জানে।'
প্রথম ম্যাচের প্রতিপক্ষ দল সম্পর্কে বাস্তব বলেছেন, 'বাংলাদেশ সেনা দল বেশ শক্তিশালী। ওরা ইনডিপেন্ডেন্স কাপ জিতে এসেছে। বেশ কিছু ভাল ফুটবলার আছে ওদের দলে। তবে মোহনবাগান সুপার জায়ান্টের যুব দলও চলতি কলকাতা লিগে এখনও পর্যন্ত অপরাজিত। ফলে ডুরান্ড কাপের প্রথম ম্যাচ হাড্ডাহাড্ডি হবে।'
এদিকে, এবারের ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলতে নামবে রবিবার। সেই ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ বাংলাদেশ সেনা দল। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ শুরু হবে বিকেল ৪টে বেজে ৪৫ মিনিটে। এরপরেই সরাসরি ডার্বি খেলতে নামবে ইস্টবেঙ্গল। তারপর ১৬ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। এই ম্যাচ হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে।
আরও পড়ুন-
ইউরোপা লিগে খেলেন রোনাল্ডোর বিরুদ্ধে, মোহনবাগানে স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তে
ভারতীয় ফুটবল দলের সফলতম অধিনায়ক, সর্বাধিক গোলদাতা, জন্মদিনে সুনীল ছেত্রীর সাফল্যের খতিয়ান
অভিনব উদ্বোধন! ডুরান্ড কাপের ট্রফি নিয়ে ৬৫ তলা থেকে ঝাঁপ দুই সেনাকর্তার