
Durand Cup 2025: টুর্নামেন্ট শুরু হতে এখনও বাকি রয়েছে অনেকদিন। বুধবার থেকে ধরলে ডুরান্ড কাপ শুরু হতে এখনও ২১ দিন বাকি রয়েছে। তবে মঙ্গলবার, অর্থাৎ ২২ দিন আগেই মাঠ অধিগ্রহণ করে নিল ডুরান্ড কমিটি।
ফলে, অনুশীলনের জন্য মাঠ পাচ্ছে না মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। সবুজ মেরুন অবশ্য নিউটাউনের সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন সারবে বলে জানিয়ে দিয়েছে। কলকাতার দুই প্রধান কার্যত উদ্বাস্তু। অন্যদিকে, ইস্টবেঙ্গল অনুশীলন করবে হাওড়া স্টেডিয়ামে। তবে বিষয়টা হচ্ছে, রাজারহাটে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অ্যাকাডেমির নিজস্ব অ্যাস্ট্রোটার্ফে প্র্যাকটিস করতে হবে মোহনবাগানকে।
কিন্তু কথা হচ্ছে যে কলকাতা লিগ তো খেলা হচ্ছে ঘাসের মাঠে। সেখানে সবুজ মেরুনের জুনিয়র ব্রিগেডকে অ্যাস্ট্রোটার্ফের মাঠে প্র্যাকটিস করে তারপর ঘরোয়া লিগের ম্যাচ খেলতে হবে। সেক্ষেত্রে চোট-আঘাতেরও একটা আশঙ্কা থেকে যাচ্ছে। এমনিতেই কলকাতা লিগের শুরুটা খুব একটা ভালো হয়নি মোহনবাগানের জন্য। পুলিশ এসির বিরুদ্ধে পরাজিত হয়েছে তারা। আর এবার ডুরান্ড কমিটি মাঠের দখল নেওয়ার জেরে বেজায় বিপাকে মোহনবাগান।
তাই ডুরান্ড কাপের তিন সপ্তাহ আগেই মাঠ অধিগ্রহণ নিয়ে রীতিমতো বিরক্ত দুটি ক্লাবের কর্তারা। এদিকে ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু হতে অনেকটাই দেরি আছে। এমনকি, কিছু টালবাহানার জন্য প্রতিযোগিতার সূচিও প্রকাশ করা যায়নি। এমতাবস্থায়, সেই টুর্নামেন্টের জন্য ২২ দিন আগে মাঠ অধিগ্রহণের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে ময়দানে।
মোদ্দা কথা হচ্ছে, টুর্নামেন্ট শুরু হতে এখনও বাকি রয়েছে অনেকদিন। বুধবার থেকে ধরলে ডুরান্ড কাপ শুরু হতে এখনও ২১ দিন বাকি রয়েছে। তবে মঙ্গলবার, অর্থাৎ ২২ দিন আগেই মাঠ অধিগ্রহণ করে নিল ডুরান্ড কমিটি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।