'মায়ের ভাষা বলছি বলে, আজকে বাংলাদেশী?' প্রতিবাদে ইস্টবেঙ্গল সমর্থকরা

Published : Aug 06, 2025, 07:55 PM ISTUpdated : Aug 06, 2025, 11:04 PM IST
East Bengal Fans

সংক্ষিপ্ত

Bangla Language: ২০১৯-২০ মরসুমের আই লিগের (I-League) কলকাতা ডার্বিতে (Kolkata Derby) এনআরসি-র (NRC) বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা (East Bengal Fans)। তাঁরা এবার বাংলা ভাষা নিয়ে সরব হলেন।

DID YOU KNOW ?
ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল
১৯৫১ সালে প্রথমবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। এরপর আরও ১৫ বার এই টুর্নামেন্ট জেতে লাল-হলুদ ব্রিগেড।

East Bengal Fans: 'ভারত স্বাধীন করতে সেদিন পরেছিলাম ফাঁসি! মায়ের ভাষা বলছি বলে, আজকে বাংলাদেশী?' ব্যানারে ঠিক এই ভাষাতেই বিজেপি (BJP) নেতা অমিত মালব্যর (Amit Malviya) মন্তব্যের প্রতিবাদ জানালেন ইস্টবেঙ্গল সমর্থকরা। কয়েকদিন আগেই এই বিজেপি নেতা দাবি করেছেন, 'বাংলা বলে কোনও ভাষা নেই।' এর আগে দিল্লি পুলিশ (Delhi Police) বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা বলে উল্লেখ করেছে। বুধবার সন্ধেবেলা ডুরান্ড কাপে (Durand Cup 2025) নামধারী স্পোর্টস অ্যাকাডেমির (Namdhari Sports Academy) বিরুদ্ধে ম্যাচে বিজেপি নেতা ও দিল্লি পুলিশের মন্তব্যের প্রতিবাদে সরব হলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। এর আগে তাঁরা এনআরসি (NRC) নিয়ে সরব হয়েছিলেন। এবার বাংলা ভাষার জন্য সোচ্চার হল লাল-হলুদ জনতা। ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের অবদানের কথা উল্লেখ করেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

প্রতিবাদে ইস্টবেঙ্গল সমর্থকরা

১৯২০ সালে অবিভক্ত ভারতে ইস্টবেঙ্গল ক্লাবের জন্ম প্রতিবাদের মধ্যে দিয়ে। ইস্টবেঙ্গল সমর্থকরা বরাবরই প্রতিবাদী। যে কোনও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন তাঁরা। গত বছর আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) এক চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বারবার সরব হন ইস্টবেঙ্গল সমর্থকরা। তাঁরা যেমন পথে নামেন, তেমনই কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) ম্যাচগুলিতে গ্যালারিতে ব্যানারের মাধ্যমে প্রতিবাদ জানান। এবার বাংলা ভাষা নিয়েও তাঁরা সরব হলেন।

বাংলা ভাষা নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক

বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজ্যে এ নিয়ে শাসক দল ও বিরোধী দলের মধ্যে তর্ক-বিতর্ক চলছে। এরই মধ্যে বাংলা ভাষা নিয়ে কেন্দ্রের শাসক দলের আইটি সেলের প্রধান অমিতের মন্তব্য অনেকেই ভালো চোখে দেখছেন না। ভারতে দ্বিতীয় বৃহত্তম ভাষা বাংলা। সেই ভাষাকে অস্বীকার করা, বাংলাদেশী বলা অনেকের কাছেই আপত্তিকর। স্বাভাবিকভাবেই এ বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে। এবার ফুটবল মাঠেও সেই বিতর্কের ঢেউ আছড়ে পড়ল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৬
১৬ বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব
ডুরান্ড কাপের ইতিহাসে দ্বিতীয় সফলতম ক্লাব ইস্টবেঙ্গল। ১৬ বার লাল-হলুদ তাঁবুতে এই কাপ এসেছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Lionel Messi: ম্যাজিশিয়ান আসছেন ভারতে! মেসির সঙ্গে একটি ছবি তোলার খরচ জানেন?
সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫: করাচি সিটির বিরুদ্ধে জয়, দেশের মান রাখল ইস্টবেঙ্গল