East Bengal Club Foundation Day: শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস। সদস্য-সমর্থকদের পাশাপাশি বর্তমান ও প্রাক্তন ফুটবলাররাও ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে নজর কেড়ে নিয়েছে এক প্রাক্তন ফুটবলারের পোস্ট।
KNOW
Harmanjot Singh Khabra: রাজ্যে যখন বাংলা ভাষা, ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা-অত্যাচারের অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে তর্ক-বিতর্ক চলছে, ঠিক সেই সময় সম্প্রীতির বার্তা দিলেন প্রাক্তন ফুটবলার হরমনজ্যোত সিং খাবরা। শুক্রবার ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে বাংলায় সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে পুরনো ক্লাবকে শুভেচ্ছা জানালেন এই প্রাক্তন ফুটবলার। তিনি লিখেছেন, ‘লাল-হলুদ রঙ আমাকে খাবরা বানিয়েছে, ইস্টবেঙ্গল পতাকা যেন সবসময় সবার ওপরে সসম্মানে ওড়ে। শুভ ইস্টবেঙ্গল দিবস।’ কলকাতায় দীর্ঘদিন ধরে খেলার সুবাদে বাংলায় কথা বলা শিখে নিয়েছেন খাবরা। তিনি নিজেকে বাঙালি বলেই পরিচয় দেন। শুক্রবার দেখা গেল, তিনি বাংলায় লিখতেও পারেন। বিশেষ দিনে এই প্রাক্তন ফুটবলারের সোশ্যাল মিডিয়া পোস্ট লাল-হলুদ জনতার নজর কেড়ে নিয়েছে। ইস্টবেঙ্গল সমর্থকরা তাঁকে পাল্টা শুভেচ্ছা জানাচ্ছেন।
লাল-হলুদ জার্সি পরেই অবসর খাবরার
২০০৯ সালে প্রথমবার ইস্টবেঙ্গলে যোগ দেন খাবরা। প্রথম মরসুমে ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, পরের মরসুমে ট্রেভর জেমস মর্গ্যান (Trevor James Morgan) কোচ হওয়ার পর ভালো পারফরম্যান্স দেখাতে শুরু করেন এই পাঞ্জাবতনয়। মর্গ্যান তাঁকে ডিফেন্ডার, মিডফিল্ডার হিসেবে ব্যবহার করেন। দলকে রক্ষণ, আক্রমণে সাহায্য করার পাশাপাশি গোলও করতেন খাবরা। ২০১২ সালের ৯ ডিসেম্বরে আই লিগের (I-League) যে ম্যাচে প্রথমার্ধের পর দল তুলে নেয় মোহনবাগান, (Mohun Bagan) সেই ম্যাচে একমাত্র গোল করেছিলেন এই তারকাই। তিনি ২০১৬ সাল পর্যন্ত লাল-হলুদ জার্সি পরে খেলার পর চেন্নাইয়িন এফসি-তে (Chennaiyin FC) যোগ দেন। এরপর বেঙ্গালুরু এফসি (Bengaluru FC), কেরালা ব্লাস্টার্স এফসি-র (Kerala Blasters FC) হয়ে খেলার পর ২০২৩-২৪ মরসুমে ইস্টবেঙ্গলে ফেরেন খাবরা। এরপর দল ছাড়েন।
কোচিং করছেন খাবরা
এখন আই লিগের দল দিল্লি এফসি-র (Delhi FC) হয়ে খেলার পাশাপাশি সহকারী কোচ হিসেবেও কাজ করছেন খাবরা। তিনি পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর কোচিং করাতে চান। এখন থেকেই সেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


