Durand Cup 2025: পারদ চড়ছে ডুরান্ডের, প্রথম ম্যাচে নামার আগে কতটা তৈরি ইস্টবেঙ্গল?

Published : Jul 22, 2025, 11:00 PM ISTUpdated : Jul 23, 2025, 01:36 AM IST
durand cup 2025

সংক্ষিপ্ত

Durand Cup 2025: রাত পোহালেই শুরু ডুরান্ড কাপ। ঐতিহ্যবাহী এই ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড এফসি। 

DID YOU KNOW ?
এটি কত তম ডুরান্ড কাপ?
চলতি ২০২৫ সালে, ১৩৪ তম ডুরান্ড কাপ অনুষ্ঠিত হতে চলেছে।

Durand Cup 2025: পারদ চড়ছে ডুরান্ড কাপের। রাত পোহালেই শুরু এই ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা। প্রথম ম্যাচে বুধবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড এফসি (durand cup 2025 schedule)।

কতটা তৈরি ইস্টবেঙ্গল?

ইতিমধ্যেই জোরকদমে চলছে লাল হলুদের অনুশীলন। কোচ অস্কার ব্রুজোর নেতৃত্বে প্রথম ম্যাচে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল। দলের পাঁচ বিদেশি শহরে পৌঁছেই অনুশীলন শুরু করে দিয়েছেন এবং দেশীয় ফুটবলাররা তো আছেনই। হেডকোচ অস্কার ব্রুজো ছাড়াও সহকারী কোচ বিনো জর্জের তক্তাবধানে চলছে চূড়ান্ত অনুশীলন। সবথেকে বড় বিষয়, গত মরশুমটা একেবারেই ভালো যায়নি লাল হলুদের। তাই এবার শুরু থেকেই ঝাঁপাতে চাইছে ইস্টবেঙ্গল (east bengal vs south united fc live)।  

প্রথম ম্যাচে নামার আগে অস্কার বলছেন, “সাউথ ইউনাইটেডে অনেক তরুণ ফুটবলার রয়েছে। ফলে, আমরাও সেরা দলকেই মাঠে নামানোর চেষ্টা করছি। ইস্টবেঙ্গল যে ভালো দল, সেটা মাঠে প্রমাণ করতে হবে। মরশুম শুরু হচ্ছে। তাই ফিটনেস নিয়ে অনেক পরিশ্রম করতে হবে ছেলেদের। বিনো ভারতীয় ফুটবলারদের নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। এবার আমরা বিদেশি এবং ভারতীয় ফুটবলারদের নিয়েও কাজ শুরু করেছি। এই মুহূর্তে পুরো দলের ফোকাস রয়েছে ডুরান্ড কাপে। সেখানে কোনওরকম ভুল করার জায়গা নেই।”

জানা যাচ্ছে, ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল তিনজন বিদেশিকে খেলাবে। সল ক্রেসপো, দিমিত্রি দিয়ামান্তাকোস এবং মহম্মদ রশিদ মাঠে নামবেন। তার মধ্যে ক্রেসপো অনুশীলন শুরু করেছেন। চোটের জন্য প্রথম ম্যাচে নেই সৌভিক চক্রবর্তী।

যুবভারতীতে দুর্দান্ত উদ্বোধন

বুধবার বিকেল ৪.৩০ মিনিট নাগাদ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা। এবারও হবে ‘ফ্লাইপাস্ট’। অর্থাৎ, সেনাবাহিনীর হেলিকপ্টারের পাইলটরা যুবভারতীর উপর দেখাবেন ‘এয়ার শো’। সেইসঙ্গে, সেনাবাহিনীর একাধিক বিভাগের অফিসাররা নিজেদের মতো করে পারফর্ম করবেন। গোর্খা রেজিমেন্ট পারফর্ম করবে ‘কুকরি শো’ এবং শিখ রেজিমেন্ট দেখাবে ‘ভাংড়া’।

তাছাড়া বাংলার ইতিহাসও উঠে আসবে উদ্বোধনী অনুষ্ঠানে। অংশ নেবেন ছৌ নৃত্যশিল্পীরা। এমনকি, বাংলার বাউল গানও থাকবে উদ্বোধনী অনুষ্ঠানে। আঘধণ্টার এই উদ্বোধনী অনুষ্ঠানের পর, ম্যাচের কিক অফ হবে ৫.৩০ মিনিটে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?