ডুরান্ড কাপের মধ্যেই ইস্টবেঙ্গলে এফসি গোয়ার ডিফেন্ডার, কলকাতা ডার্বিতে খেলবেন?

Published : Aug 13, 2025, 11:04 PM IST
East Bengal Team

সংক্ষিপ্ত

East Bengal FC: গত কয়েক মরসুমে রক্ষণ নিয়ে সমস্যায় ভুগেছে ইস্টবেঙ্গল। এবার রক্ষণের সমস্যা মেটানোর চেষ্টা করছে অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) দল। সাইড ব্যাক নিয়ে সমস্যাও মিটিয়ে ফেলার উদ্যোগ সফল হয়েছে।

DID YOU KNOW ?
ইস্টবেঙ্গলে জয় গুপ্তা
নিশু কুমার দল ছাড়ার পর থেকেই সাইড ব্যাক নিয়ে সমস্যায় ছিল ইস্টবেঙ্গল। এবার জয় গুপ্তা এসে যাওয়ায় সেই সমস্যা মিটল।

Jay Gupta joined East Bengal: রবিবার কলকাতা ডার্বির (Kolkata Derby) আগে ইস্টবেঙ্গলে (East Bengal) যোগ দিচ্ছেন নতুন এক ফুটবলার। চলতি ডুরান্ড কাপে (Durand Cup 2025) গ্রুপ এ-তে নিজেদের শেষ ম্যাচে ইন্ডিয়ান এয়ার ফোর্স ফুটবল টিমের (Indian Air Force Football Team) বিরুদ্ধে লেফট ব্যাক হিসেবে খেলেছিলেন প্রভাত লাকড়া। তাঁর পারফরম্যান্স দেখে আশঙ্কায় পড়ে গিয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। তবে বুধবার তাঁদের আশঙ্কা দূর হয়ে গেল। এফসি গোয়া (FC Goa) থেকে লেফট ব্যাক জয় গুপ্তাকে (Jay Gupta) দলে নিল ইস্টবেঙ্গল। এবারের মরসুম শুরু হওয়ার আগেই অভিষেক সিং টেকচামের (Jay Gupta) পাশাপাশি জয়কে দলে নেওয়ার চেষ্টা করছিল ইস্টবেঙ্গল। অভিষেককে না পেলেও, জয়কে পেল ইস্টবেঙ্গল। এই ডিফেন্ডারকে দলে নেওয়ার জন্য এক কোটি টাকারও বেশি ট্রান্সফার ফি দিয়েছে ইস্টবেঙ্গল। ২৩ বছর বয়সি এই ডিফেন্ডারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে ইস্টবেঙ্গল। লেফট ব্যাক হিসেবে খেলার পাশাপাশি সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবেও খেলতে পারেন জয়। ফলে তাঁকে দলে নিয়ে লাভবান হতে পারে ইস্টবেঙ্গল।

জয়ের দল ছাড়ার কথা স্বীকার এফসি গোয়ার

ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এখনও জয়কে দলে নেওয়ার কথা ঘোষণা করা হয়নি। তবে এফসি গোয়ার পক্ষ থেকে এই ডিফেন্ডারের দল ছাড়ার কথা ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ডিফেন্ডার জয় গুপ্তার দলবদলের বিষয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে সম্মত হয়েছে এফসি গোয়া। একজন ভারতীয় খেলোয়াড়ের জন্য রেকর্ড ট্রান্সফার ফি পাচ্ছে ক্লাব। কমলা ও নীল জার্সি পরে দু'বছর ধরে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখানোর জন্য আমরা জয় গুপ্তাকে ধন্যবাদ জানাতে চাই। আমরা পরপর দু'বার কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) সেমি ফাইনালে পৌঁছে গিয়েছি। তোমার পরবর্তী অধ্যায়ের জন্য শুভেচ্ছা জানাচ্ছি জয়।'

কলকাতা ডার্বিতে খেলবেন জয়?

রবিবার কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল নতুন ডিফেন্ডারকে খেলাতে পারবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বৃহস্পতিবারের মধ্যে যদি জয় কলকাতায় চলে এসে অনুশীলনে যোগ দেন, তাহলে তিনি রবিবার খেলতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪১
এফসি গোয়ায় ৪১ নম্বর জার্সি পরে খেলতেন জয় গুপ্তা
এফসি গোয়ার হয়ে খেলার সময় ৪১ নম্বর জার্সি পরতেন জয় গুপ্তা। ইস্টবেঙ্গলে তিনি কত নম্বর জার্সি পরবেন জানা যায়নি।
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?