রবিবার সন্ধেবেলা ডুরান্ড কাপে কলকাতা ডার্বি, কীভাবে টিকিট পাবেন জেনে নিন

Published : Aug 13, 2025, 04:31 PM ISTUpdated : Aug 13, 2025, 04:42 PM IST
Kolkata Derby

সংক্ষিপ্ত

Durand Cup 2025: চলতি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল (East Bengal FC) ও মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে।

DID YOU KNOW ?
ডুরান্ড কাপ কলকাতা ডার্বি
সর্বাধিক ১৭ বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। শেষবার ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় সবুজ-মেরুন ব্রিগেড।

Kolkata Derby: মঙ্গলবার রাতে ডুরান্ড কাপের (Durand Cup 2025) কোয়ার্টার ফাইনালের সূচি ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে কলকাতা ডার্বির টিকিট বিক্রির কথা ঘোষণা করা হল। ইস্টবেঙ্গল (East Bengal FC) ও মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার। অনলাইনে যেমন টিকিট বুক করা যাবে, তেমনই সরাসরি কাউন্টার থেকেও টিকিট পাওয়া যাবে। বৃহস্পতিবার সকাল ১১টায় অনলাইনে টিকিট বুকিং শুরু হবে। বুক মাই শো প্ল্যাটফর্ম থেকে টিকিট বুক করা যাবে। প্রতি লেনদেনে দু'টি করে টিকিট বুক করা যাবে। অনলাইনে টিকিট বুক করার পর বৃহস্পতিবার, শনিবার ও রবিবার সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মহামেডান স্পোর্টিং ক্লাব তাঁবু থেকে হাতে টিকিট পাওয়া যাবে।

কাউন্টার থেকে কখন টিকিট পাওয়া যাবে?

শনিবার সকাল ১১টা থেকে মোহনবাগান তাঁবু ও ইস্টবেঙ্গল তাঁবুতে অফলাইন টিকিট পাওয়া যাবে। একজন ব্যক্তি সর্বাধিক দু'টি টিকিট নিতে পারবেন। তবে অনলাইন ও অফলাইনে মোট কত টিকিট বিক্রি করা হচ্ছে, সে বিষয়ে ডুরান্ড কাপের আয়োজকদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ফলে টিকিট নিয়ে কলকাতার ফুটবলপ্রেমীদের মধ্যে হাহাকার দেখা যেতে পারে। অতীতেও ডুরান্ড কাপের কলকাতা ডার্বির টিকিট নিয়ে কালোবাজারি দেখা গিয়েছে। সাধারণ দর্শকরা টিকিট পাননি বলে অভিযোগ উঠেছে। এবারও তেমন কিছু হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

পূর্ব ভারত বনাম উত্তর-পূর্ব ভারত

ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে একদিকে ইস্টবেঙ্গল-মোহনবাগান ও জামশেদপুর এফসি-ডায়মন্ড হারবার এফসি, অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেড এফসি, শিলং লাজং এফসি, বোড়োল্যান্ড এফসি ও ইন্ডিয়ান নেভি ফুটবল টিম। ফলে পূর্ব ভারতের চার দলের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের তিন দলের লড়াই হতে চলেছে। এই সূচি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বিশেষ করে যেভাবে দুই গ্রুপের শীর্ষে থাকা দল ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ দেওয়া হয়েছে, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৭
১৭ অগাস্ট সন্ধে ৭টা ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ
চলতি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট।
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?